প্রিয় বিধান চন্দ্র স্যান্নাল এবং লুত্ফর রহমান, ই-মেইল পাঠানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি, আরো বেশি শ্রোতা অনুষ্ঠান শোনার পর আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাবেন। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোন মতামত বা ভাবানুভূতি থাকলে আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, এখন শুরু করা যাক আমাদের আজকের আলো-ছায়া অনুষ্ঠানটি।
কয়েক সপ্তাহের আগে আমাকে দেয়া এক ই-মেইলে শ্রোতা লুত্ফর রহমান লিখেছেন, আলো-ছায়া অনুষ্ঠানে তিনি 'ওয়ান্স আপ অন এ টাইম ইন টিবেট' শিরোনামে চীনের একটি চলচ্চিত্র শুনতে চান। আচ্ছা, লুত্ফর রহমান, আজকের অনুষ্ঠানে আপনার অনুরোধ পূরণ করবো। আজকের অনুষ্ঠানে আমি যে চলচ্চিত্রের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই সেটি ওয়ান্স আপ অন এ টাইম ইন টিবেট শিরোনামে চীনের একটি চলচ্চিত্র।
'ওয়ান্স আপ অন এ টাইম ইন টিবেট' শিরোনামে চলচ্চিত্রটি শ্যামভালার বিড়াল' নামে লেখক জাসিদাওয়ার একটি উপন্যাস অনুযায়ী নির্মাণ করা হয়।
1 2 3 4 5 6