|
১৯৪২ সালের প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে চীনের জাপানী আক্রমন প্রতিরোধ যুদ্ধে চীনা জনগণকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র বিখ্যাত 'দ্য হাম্প' রুট খোলে। মার্কিন সৈন্যরা ভারত থেকে হিমালয় পাহাড়ের উপর দিয়ে উড়ে গিয়ে চীনের ইউন নান প্রদেশে পৌঁছেন। তিন বছরের মধ্যে ব্যাপক সরঞ্জামাদি ও সৈনিক এই রুটের মাধ্যমে চীনের রনাঙ্গনে প্রবেশ করে। মোট ১৫০০টিরও বেশি বিমান ভূপাতিত হয় এবং প্রায় তিন হাজার বিমানচালকের প্রাণহানি হয়।
'once upon a time in tibet' শিরোনামে চলচ্চিত্রের গল্পটি উল্লেখিত পরিপ্রেক্ষিতে ঘটেছে।
রবার্ট নামে মার্কিন বাহিনীর একজন বিমান-চালক ভারত থেকে চীনের ইউন নান প্রদেশে সরঞ্জাম নিয়ে আসার পথে তাঁর চালানো এক পরিবহন বিমান চীনের তিব্বতের উত্তরাঞ্চলে ভূপাতিত হয়।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
ইয়োংছো নামে একজন তিব্বতী মহিলা একজন নতুন মা। তাঁর স্বামী পাহাড়ে ছাগল চরানোর সময় এক দুর্ঘটনায় মারা যান। ইয়োংছোর জন্ম থেকে তাঁর উপজাতি তাঁকে পরিত্যাগ করে। কারণ তাঁকে অশুভ বা অপয়া বলে মনে করা হয়। সবাই মনে করেন, ইয়োংছো দুর্ভাগা একজন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |