|
প্রিয় শ্রোতা, আপনার এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
চুনহা ভিয়েতনামের যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেন স্টেশনে চিউ সি এবং থাইসো তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় সেই কণ্ঠহার আবার চুনহাকে দেয়। চিউ সি কান্নার সঙ্গে সঙ্গে চুনহাকে বলে, চুনহা, আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি জীবিতভাবে ফিরে আসবে।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
এক বোমা হামলায় চুনহার বাহিনীকে পুরোপুরিভাবে সরে যেতে হবে। উদ্ধার হেলিকপ্টারের কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে চুনহা আবিষ্কার করে যে, চিউ সির দেওয়া কণ্ঠহার পথে হারিয়েছে। সে কণ্ঠহার খুঁজে বের করার জন্য ফেরত যায়।
অবশেষে কণ্ঠহার খুঁজে বের করার পর সে একটি বোমায় আহত হয়।
রণভূমি থেকে ফিরে আসা চুনহা চিউ সির সঙ্গে একটি রেস্টুরেন্টে আবার দেখা করে। চুনহা চিউ সিকে মিথ্যা বলে যে, সে ইতোমধ্যেই বিয়ে করেছে। কথোপকথনে চিউ সি সবিস্ময়ে আবিষ্কার করে যে, চুনহা অন্ধ । নিজের অন্ধত্ব আবিষ্কৃত হওয়ার পর চুনহা আতঙ্কিতভাবে চলে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। চিউ সি মৃদুভাবে চুনহাকে হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করে। চুনহা বলে, দুঃখিত। আসলে আমি আরো চমত্কার করতে পারছিলাম। গত রাতে আমি এই রেস্টুরেন্টে অনেক বার চর্চা করেছি। চুনহা সেই কণ্ঠহার চিউ সিকে ফেরত দিতে চায়। কিন্তু চিউ সি তাকে বলে, এই কণ্ঠহার তোমার।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |