Web bengali.cri.cn   
দি ক্লাসিক
  2012-06-27 21:07:08  cri

আজকের আলো-ছায়া অনুষ্ঠানে আমি দক্ষিণ কোরিয়ার একটি মর্মস্পর্শী চলচ্চিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এ চলচ্চিত্রের নাম হলো 'দি ক্লাসিক'।

প্রিয় শ্রোতা, আমি এ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রকে যে নামে ডাকবো সেগুলো চীনা ভাষায় অনুবাদ করা উচ্চারণ। কারণ আমার কাছে এই চলচ্চিত্রের ইংরেজি ভাষার সংস্করণ নেই।

আচ্ছা, এখন আমি আপনাদের এ চলচ্চিত্রের প্রধান বিষয় সম্পর্কে বলবো।

প্রথমে আমার সঙ্গে এই চলচ্চিত্রের থিম সঙ্গীত শুনুন। সঙ্গীতের নাম হলো 'More Then Love' । মোর দ্যান লাভ

চি সি এবং সিউ চিং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁরা উভয়ই সাং মিউন নামে একই প্রতিষ্ঠানের একজন ছেলেকে ভালোবেসে ফেলেন। সিউ চিং চি সির কাছে সাং মিউনকে প্রেম পত্র লেখার অনুরোধ জানায়। প্রেমপত্রে চি সি সাং মিউনের প্রতি নিজের ভাবানুভূতি পুরোপুরিভাবে প্রকাশ করে। কিন্তু সিউ চিংয়ের সঙ্গে বন্ধুত্বের ওপর গুরুত্ব দেয়ায় প্রেমপত্রের শেষে সিউ চিংয়ের নাম লিখতে বাধ্য হয়। প্রেমপত্র দেখার পর সাং মিউন গভীরভাবে অভিভূত হয়ে পড়েন। আসলে সাং মিউন চি সিকে পছন্দ করেন। কিন্তু তার চি সিকে মনের কথা বলার সাহস নেই। সে চি সিকে ভালোবাসার কথা বললে চি সি তাকে প্রত্যাখ্যান করবে বলে সে উদ্বিগ্ন। প্রতিবার চি সি সাং মিউনের সঙ্গে দেখা হলে দুঃখবোধ করে। কারণ সে মনে করে, সে সাং মিউনকে ছলনা করেছে। কিন্তু নানা পদ্ধতিতে সাং মিউনের কাছ থেকে দূরে যেতে চাইলে ভাগ্য তাদের দু'জনকে আরো কাছাকাছি টেনে নেয়।

একদিন চি সি বাড়ি পরিষ্কার করার সময় অনবধানতাবশত একটি পুরোনো বাক্স আবিষ্কার করে। বাক্সে একটা ডাইরি এবং অনেক চিঠি আছে। ডাইরিতে তার মার প্রথম ভালোবাসার স্মৃতি লেখা আছে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040