|
পরের দিন চিউ সির ঠান্ডা লেগে গেলে তাকে সিউলে পাঠানো হয়। গ্রীষ্মকালীন অবকাশ শেষ হওয়ার পর চুনহা সিউলে লেখাপড়া করেন। একই ক্লাসের থাইসো নামে একটি ছেলে তার কাছে একজন মেয়েকে প্রেমপত্র লেখার অনুরোধ জানায়। সেই মেয়ে চিউ সি। থাইসো এবং চিউ সির পারিপারিক পটভূমিতে মিল আছে বলে তাদের বাবা-মার সিদ্ধান্তে তারা প্রেমিক-প্রেমিকা হিসেবে ঘোরা ফেরা করতে শুরু করে।
চুনহা থাইসোকে গ্রীষ্মকালীন অবকাশে চিউ সির সঙ্গে কাটানো দিন সম্পর্কে কিছু বলে নি। সে অনিচ্ছুকভাবে থাইসোর অনুরোধে রাজী হয়।
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন সেটি হলো 'থাইসো এবং চুনহা' শিরোনামে চলচ্চিত্রের একটি গান।
চিউ সি এবং চুনহা থাইসোর কারণে আবার মিলিত হয়। আস্তে আস্তে থাইসো আবিষ্কার করে যে, সে সত্যিকারভাবে চিউ সির প্রেমে পড়েছে।
একদিনে চুনহা থাইসোকে চিউ সি প্রসঙ্গে তার ভাবানুভূতি এবং গ্রীষ্মকালীন ছুটির দিনে তাদের গল্প বলেছে। থাইসো কিছু কথা বলেনি।
শীতকালীন অবকাশে চুনহা এবং চিউ সি থাইসোর সাহায্যে পরস্পরকে চিঠি লিখে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি ঘটনা ঘটে। তা হলো: একটা চিঠি থাইসোর বাবার কাছে ফেরত দেয়া হয়। বাবা থাইসোকে গুরুতরভাবে মারে।
থাইসো চুনহা এবং চিউ সির ভালোবাসার জন্য আত্মহত্যা করার চেষ্টা কর। উদ্ধার পাওয়ার পর চিউ সি তাকে দেখার সময় চুনহার সঙ্গে দেখা করে। চুনহা শান্তভাবে চিউ সির সেই কণ্ঠহার দরজায় রেখে নিজেই চলে যায়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |