|
১৯৬৮ সালের গ্রীষ্মকালে চুনহা গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে তিনি গ্রীষ্মকালীন অবকাশ কাটান। গ্রামে তিনি চিউ সি নামে এক তরুণেরর সঙ্গে দেখা করেন এবং চিউ সিকে প্রথম দেখেই তাকে ভালোবেসে ফেলেন। চিউ সি একটি সম্মানীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনিও গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্য গ্রামের দাদার বাড়িতে আসেন।
একদিনে চিউ সি চুনহার কাছে তাকে নিয়ে গ্রামের এক নদীর অন্য পারে অবস্থিত 'হানাবাড়িতে' যাওয়ার অনুরোধ জানান। চুনহা রাজী হন। অবশেষে তারা আবিষ্কার করেন, বুড়োদের মুখে মুখে হানা বাড়ি নামে পরিচিত সেই বাড়িটি আসলে পথভ্রষ্ট একজন ব্যক্তির বাড়ি। তারা একসাথে একটি অবিস্মরণীয় দিন কাটান।
আকস্মিক একটি ঝড়-বৃষ্টির কারণে তাদের নৌকা বাতাসের প্রবাহ দ্বারা মাঝ নদীতে চলে যায় । তারা নদীর পার বরাবর চলে বাসায় ফিরে যেতে বাধ্য হয়। পথে চিউ সি পায়ে ব্যথা পায়। চুনহা চিউ সিকে তার পিঠে নিয়ে নদীর পার বরাবর হাঁটছে।
আস্তে আস্তে আকাশ অন্ধকার হয়ে গেছে। যখন তারা ছোট একটা সেতুর ভেতর দিয়ে যাচ্ছে, তখন তারা অনেক জোনাকি দেখেছে। চুনহা একটা জোনাকি ধরে উপহার হিসেবে চিউ সিকে দেয়।
যখন চিউ সিকে বাসায় পাঠানো হয়, তখন খুব দেরি হয়ে গেছে। চিউ সির দাদা খুব রাগ করেন। চিউ সি চুনহার কাছ থেকে বিদায় নেয়ার সময় স্মারক দ্রব্য হিসেবে তাকে নিজের একটি কণ্ঠহার দেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |