Web bengali.cri.cn   
ফরেস্ট গাম্প
  2012-05-17 14:39:36  cri

চলচ্চিত্রের শেষে দেখা যায় ছেলেকে গাম্পের দেয়া তাঁর সবচেয়ে প্রিয় সেই বই থেকে একটি পালক বের হয়। পালকটি বাতাসে নাচছে

আজকের অনুষ্ঠানের শেষে আমরা চলচ্চিত্রের একটি বিখ্যাত সঙ্গীত শুনবো। সঙ্গীতের নাম হলো ফরেস্ট গাম্প সুট

প্রিয় শ্রোতা, এতক্ষণে 'ফরেস্ট গাম্প' চলচ্চিত্রটির প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। কিন্তু চলচ্চিত্র থেকে আমাদের চিন্তা ধারা শেষ হয়নি। চলচ্চিত্রে গাম্পের মায়ের একটি বিখ্যাত কথা আছে। life was like a box of chocolates, you never know what you're going to eat জীবন যেন এক বাক্স চকলেটের মতো। তুমি কখনও জানো না, পরবর্তী চকলেটটি কেমন মিষ্টি হবে। এই কথাটা আমাদেরকে জীবন সম্পর্কিত ভিন্ন এক ধরনের মনোভাব শিখিয়ে দেয়। গাম্পের মতো সবাই পরবর্তীকালে যা ঘটবে, তা যেন শান্তভাবে গ্রহণ করতে পারি। কখনও নালিশ না করে এবং কখনও নিজের ওপর বিশ্বাস না হারিয়ে বেঁচে থাকতে পারি।

আচ্ছা, প্রিয় শ্রোতা, অনেক কথা হলো। এখন আমাকে বিদায় নিতে হবে। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আপনারা কোন চলচ্চিত্র শুনতে চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার ই-মেইল ঠিকানা হলো lyyui@cri.com.cn। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।

এখন শুনুন আমার সহকর্মী শান্তা মারিয়ার পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040