|
বুব্বাকে দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য গাম্প চিংড়ি মাছ ধরার মাধ্যমে একজন ধনকুবের হন। গাম্পের অনুপ্রেরণায় ডানও তাঁর সঙ্গে একসাথে চিংড়ি মাছ ধরেন। ডান আন্তরিকভাবে গাম্পকে বলেন, দীর্ঘকাল ধরে আমি তোমাকে ধন্যবাদ বলি নি। আসলে আমি বরাবরই তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। দেখা যায়, গাম্পের কারণে ডান স্মিত হাস্যে নিজের শারীরিক বৈকল্যের মোকাবেলা করতে পারেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তার নাম হলো আই হ্যাড এ ডেসটিনি। গাম্প একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করার সঙ্গে সঙ্গে অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন।
মা অসুস্থ বলে গাম্প চিংড়ি মাছ ধরার কাজ পরিত্যাগ করে একজন মালী হন।
গাম্প জেনিকে খুব মিস করেন। কিন্তু জেনি এখন বিপথে চলে গেছে বলে হতাশায় পড়েন। একদিন জেনি গাম্পের কাছে ফিরে আসেন। তবে কয়েক দিন পর তিনি আবার শান্তভাবে গাম্পকে ছেড়ে দূরে চলে যান।
জেনি চলে যাওয়ার পর গাম্প দু'বছরব্যাপী দূরপাল্লার দৌড় শুরু করেন।
তিন বছরের পর গাম্প জেনির চিঠি পেয়ে চিঠির ঠিকানা অনুসারে জেনির বাসভবনে যান। জেনির সঙ্গে একসাথে বসবাস করা একজন ছেলের নামও গাম্প। জেনি গাম্পকে বলেন, সে তাঁর ছেলে। জেনি এখন এক ধরনের ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু গাম্প জেনিকে বিয়ে করেন এবং জেনি ও ছেলেকে নিয়ে জন্মস্থানে ফিরে যান। তাঁরা তিনজন একসাথে সুখী জীবন কাটান।
জেনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁদের ছেলে দিনে দিনে বড় হয়। এখন তাকে স্কুলে যেতে হবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |