|
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর নতুন সৈন্যদের অনুপ্রেরণায় গাম্প ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। সৈন্য বাহিনীতে তিনি বুব্বা ও ডানের সঙ্গে মিলিত হন এবং তাঁরা তিন জন সেরা বন্ধু হন।
চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্রে ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ প্রসঙ্গে বেশি কিছু বর্ণনা করেন নি। কিন্তু চলচ্চিত্র পরিচালক যে নিজের অর্থ প্রকাশ করতে চান তা চলচ্চিত্রের বেশ কয়েকটি গানের মাধ্যমে বোঝা যায়। পরে আমি দ্য ফোর টপস এর গাওয়া আই কান্ট হেল্প মাইসেল্ফ 'I can't help myself' গানটি শোনাবো। চলচ্চিত্রে বৃষ্টিতে গাম্প এবং সহযোদ্ধা বুব্বার পাশে বসে বুব্বার চিংড়ি মাছ বিক্রি করার ব্যবসা সম্পর্কে বলার সময় এই গানটি আবহসঙ্গীত হিসেবে প্রচারিত হয়। যদিও এটি একটি সুমিষ্ট প্রেমের গান, তবে এমন ধরনের প্রেক্ষাপটে প্রচারিত হয়ে বিশাল বৈপরীত্য সৃষ্টি করেছে। নিষ্ঠুর রনাঙ্গনে সুন্দর প্রেম কল্পনা করলে কি রকমের দৃশ্য হবে?
এক দফার যুদ্ধে গাম্পের বাহিনী একটি আক্রমণে পড়ে। সেনাপতির সরে যাওয়ার নির্দেশনা শোনার সঙ্গে সঙ্গে জেনির কথা গাম্পের মনে জেগে ওঠে। জেনি তাঁকে বলেছিলেন, বিপদের সম্মুখীন হলে তুমি সামনে দৌড়াবে। গাম্প দৌড়তে দৌড়তে একটি নদীর পাশে আসেন। হঠাত্ তাঁর মনে পড়ে যে তাঁর সেরা বন্ধু বুব্বা ও ডান এখনো বিপদে আছে। তাই তিনি তাদেরকে উদ্ধারের জন্য আবার ফিরে যান। সেই সঙ্গে তিনি অনেক যুদ্ধসঙ্গীকে উদ্ধারও করেন। অবশেষে গাম্প বুব্বাকে উদ্ধার করেন। কিন্তু বুব্বা গুলি খেয়ে গুরুতরভাবে আহত হয়ে মারা যান। ডান বেঁচে থাকেন কিন্তু তিনি তাঁর দুটি পা হারান। যুদ্ধ শেষ হওয়ার পর গাম্প একজন বীর হিসেবে লিন্ডন বাইনেস জনসনের সাক্ষাত্ পান।
যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পর যুদ্ধ বিরোধী একটি জনসমাবেশে গাম্প আবার জেনির সঙ্গে মিলিত হন। কিন্তু তখন জেনি উচ্ছন্নে গেছেন। গাম্প বরাবরই জেনিকে ভালোবাসেন। কিন্তু জেনি আর তাঁকে ভালোবাসেন না।
তারপর গাম্প টেবিল-টেনিস খেলতে পছন্দ করেন এবং তাঁর নৈপুণ্য খুব বেশি। তিনি টেবিল-টেনিস খেলার একজন বিশেষ দূত হিসেবে টেবিল-টেনিস প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চীনে আসেন। তিনি চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য অবদান রেখেছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |