|
শীতের পর বসন্তে বদলে গেছে পেইচিংয়ের চেহারা। রুক্ষ,শুষ্ক প্রকৃতিতে লেগেছে প্রাণের ছোঁয়া। ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে গাছপালা। ফুটছে রকমারি ফুল। বসন্তকে স্বাগত জানানোর জন্য পথের পাশেই ফুটেছে ইং ছুন হুয়া ফুল। চীনা ভাষায় এর অর্থ বসন্তকে স্বাগত জানানোর ফুল। ফুটেছে চেরি ফুল যার অন্য নাম সাকুরা ফুল। পেইচিংয়ের ইউইউয়ানথান পার্কে চলছে চেরি ফুল ফোটার উত্সব ও মেলা। পেইচিংয়ের হাইডিয়ান জেলার দক্ষিণে ১৩৭ হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে অপূর্ব সুন্দর এই পার্ক। এখানে রয়েছে ২০ প্রজাতির ২০০০ চেরি গাছ। এর মধ্যে দু'রকম ধরন রয়েছে। এক ধরনের গাছে ফুল আসে বসন্তের শুরুতেই । আর অন্য রকম গাছে একটু দেরিতে ফোটে ফুল।
ইউ ইউয়ান থান পার্কে শান্তা মারিয়ান
আগে ফোটা ফুলে এখন ভরে উঠেছে ইউইউয়ানথান পার্কের চেরি গাছগুলো। গোলাপি,সাদা,পার্পল কত যে রং আর কত যে তার বাহার। এই চেরিগাছগুলোর রয়েছে বিশেষ ঐতিহাসিক তাত্পর্য। চীন-জাপান স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ১৯৭২ সালে পেইচিংকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১০০০ চেরি গাছ উপহার পাঠায় জাপান। তার মধ্যে ১৮০টি গাছ লাগানো হয় ইউইউয়ানথান পার্কে।
এই পার্কের চেরি উত্সব আর মেলায় এখন প্রতিদিন অসংখ্য দর্শকের সমাগম ঘটছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আসছেন পার্কে। ফুলের মতোই সুন্দর শিশুদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে পার্কের বিশাল এলাকা।
এমনি এক ছুটির দিনে ৮ এপ্রিল গেলাম ইউইউয়ানথান পার্কে। বসন্তের মনোরম বাতাস আর ঝকঝকে রোদ সৃষ্টি করেছে উত্সবের আবহ। মেলায় উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টলে বিক্রি হচ্ছে রকমারি পণ্য। সবচেয়ে বেশি রয়েছে খাবারের স্টল। ভিড়ও এসব স্টলে সবচেয়ে বেশি। পেইচিংয়ের ঐতিহ্যবাহী আর জনপ্রিয় সব খাবারের সুগন্ধে ভরে উঠছে মেলা প্রাঙ্গন। চেরিফুল উত্সবের জন্য বিশেষ ভাবে বিক্রি হচ্ছে কাপড়ের চেরি ফুল। রংবেরংয়ের ফুলের স্টিক কিনছেন দর্শকরা। অনেকেই মাথায় পরছেন ফুলের মুকুট। দোকানিরাই কাপড়ের ফুল দিয়ে যার যার পছন্দসই মুকুট গড়ে দিচ্ছেন। তরুণী আর শিশুদের মাথাতেই বেশি শোভা পাচ্ছে এসব মুকুট। কোনো কোনো তরুণও ফুলের আর পাতার মুকুট পরে মেতে উঠেছেন আনন্দে।
ইউ ইউয়ান থান পার্ক
ইউইউয়ানথান পার্কে রয়েছে বিশাল লেক। ইস্ট লেক, ওয়েস্ট লেক, বায়ি লেক এবং ইনশুয়ি লেক – এ চারটি লেকে স্বচ্ছ নীল পানি সূর্যের আলোয় ঝলমল করছে। লেকে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। অনেক দর্শক নৌকা ভ্রমণ উপভোগ করছেন। লেকের দৃশ্য অত্যন্ত সুন্দর। প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে পার্কের পাশে অবস্থিত ৪০৫ মিটার দীর্ঘ সিসিটিভি টাওয়ার। নীল আকাশের ক্যানভাসে সিসিটিভি টাওয়ারকে দেখতে অসাধারণ লাগে। লেকের পানিতে পড়ে টাওয়ারের ছায়া।
মেলায় আসা দর্শকদের প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে ক্যামেরা। চেরি ফুলের ছবি তুলতে ব্যস্ত সবাই। নানা রকম ভঙ্গিতে দর্শকরা দাঁড়াচ্ছেন ফুলগাছের সামনে। ক্যামেরায় উঠছে ছবি।
বিশাল পার্ক। চেরি ছাড়াও রয়েছে নানা জাতের ফুল। আর কচি সবুজ রংএর পাতা মেলা গাছগুলোর শোভাই কি কম। পার্কের মধ্যে উচুঁ নিচু আঁকা বাঁকা পথে পাহাড়ি এলাকার আমেজ। ধীরে ধীরে বিকেল হয়ে রোদ পড়ে এলো,গাছের ছায়া হলো দীর্ঘ। সবুজ গাছপালা থেকে বিকেলের বাতাসে ভেসে বেড়ায় বসন্তের সুবাস। সময় হলো ঘরে ফেরার।
সারা দিন ইউইউয়ানথান পার্কে বেড়িয়ে ফিরে এলাম প্রকৃতির সান্নিধ্যে কাটানো নির্মল আনন্দময় সময়ের স্মৃতি বুকে নিয়ে। (শান্তা মারিয়া)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |