প্রতি বছরের ৩ থেকে ১৩ মার্চ পর্যন্ত চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। ৫ থেকে ১৫ মার্চ পর্যন্ত চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এ দুটি অধিবেশন চীন সরকার আর জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সকলের দৃষ্টি আকর্ষণ করে।
চলমান এ দুটি অধিবেশন সম্পর্কে শ্রোতাদের কাছে নানা বিষয় ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমি, শিয়াবুর রহমান ও শান্তা মারিয়া মুক্ত মন মুক্ত চিন্তা আসরে এ নিয়ে আলোচনা করেছি। আমরা প্রধানত চলতি বছরের অধিবেশনের অর্থনৈতিক মূলনীতি, বিদেশী তথ্য মাধ্যমগুলোর মন্তব্য আর চীনা নাগরিকদের আলোচিত বিষয় নিয়ে আলোচনা করেছি।
এ দুটি অধিবেশনের আরো বেশি তথ্য জানতে চাইলে আপনারা আমাদের এ অনুষ্ঠানের রেকর্ডিং শুনুন। (ইয়ু / শান্তা)