Web bengali.cri.cn   
মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান
  2011-12-23 20:01:19  cri

বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ ভাষণ দেন

 গত ১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের ৪০তম বিজয় দিবস। এ দিন পেইচিংয়ে বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বে ছিল মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভাষণ ও আলোচনা। দ্বিতীয় পর্বে ছিল দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি।

অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ আমাদের সংবাদদাতাকে সাক্ষাত্কার দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বাণী। মহান বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য স্মরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান গেয়েছেন

বন্ধুরা, এবার আপনাদের এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যাই। শুনুন পেইচিংয়ে বসবাসরত বাঙ্গালী শিল্পীদের গান বাজনা ও কবিতা আবৃত্তি। বন্ধুরা, বাংলাদেশের ৪০তম বিজয় দিবস উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠানের গানের তালে তালে শেষ করছি আজকের মুক্ত মন মুক্ত চিন্তা আসরটি।

সে দিন আমার সহকর্মী শান্তা মারিয়া, শিয়াবুর রহমান, জিনিয়া ও শিশির দূতাবাসে গিয়ে অনুষ্ঠানে সাক্ষাত্কার নিয়েছেন এবং এর ভিত্তিতে এক ভিডিও তুলে আমাদের ওয়েবসাইটে দিয়েছেন। আপনারা আরো বেশি জানতে চাইলে আমাদের ওয়েবসাইট খুলে দেখবেন। (ইয়ু / শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040