|
বাম দিক থেকে: স্বর্ণা, মোমিন, মামুন
নি মেন হাও!সারা বিশ্বে চীনা ভাষা শিক্ষা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশেও ঢাকা ইউনিভারসিটি, নর্থ-সাউথ ইউনিভারসিটি, ব্র্যাক ইউনিভারসিটি এবং আমাদের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম থেকে অনেক ছাত্রছাত্রী চীনা ভাষা শিখছে। প্রত্যেক বছরে চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত 'চীনা সেতু' শীর্ষক চীনা ভাষা প্রতিযোগিতা থেকে অনেক ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়ে চীনে চলে আসেন। আজকের অনুষ্ঠানে এমন দু'জন ছাত্র এসেছেন আমাদের স্টুওডিওতে। একজনের নাম মামুন সে আমাদের কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র ছিলেন। আরেক জন হচ্ছে মোমিন সে ঢাকা ইউনিভারসিটি'র ছাত্র ছিলেন।
মামুন এখন বেইজিং ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচার ইউনিভারসিটিতে চীনা ভাষা শিখছে। আর মোমিন এখন বেইজিং নরমাল ইউনিবারসিটিতে চীনা ভাষা শিখছে। চীনে তাদের দু'জনের অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে শেয়ার করবে।
মোমিন আর মামুন
মামুন আর মোমিনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি তোমাদের চীনা জীবন খুব সুষ্ঠু এবং বিচিত্র হবে। যাতে তোমাদের বাবা মা তোমাদের জন্য বেশি চিন্তা না করেন। তোমাদের ভবিষ্যত খুব উজ্জ্বল এবং সফল হবে তাই কামনা করছি। (ইয়াং ওয়েই মিং-স্বর্ণা/শান্তা)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |