|
বন্ধুরা, ভাষা হচ্ছে মানবজাতির উত্তরাধিকার সংরক্ষণ এবং উন্নয়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাতৃভাষা সম্প্রসারণের উদ্দেশ্যে নানা আন্দোলন কেবল ভাষার বৈচিত্র ও বহু ভাষার শিক্ষাদানের জন্য সহায়ক হয় না, বরং সারা বিশ্বের বিভিন্ন ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপলব্ধি উন্নত করা, বোঝাপড়া, সহিষ্ণুতা ও সংলাপের ভিত্তিতে বিশ্ব জনগণের সংহতি জোরদার করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে। ফলে প্রতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটি পালিত হয়। তাহলে আজকের 'মুক্ত মন মুক্ত চিন্তা' আসরে আমরা বিশেষ করে এ বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবো।
আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ ভাষণ দেন
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি আমাদের বাংলা শ্রোতাদের অতি পরিচিত। গানের পটভূমি ও ইতিহাস এখানে আর উল্লেখ করার প্রয়োজন নেই।
আমি এখানে শুধু উল্লেখ করতে চাইছি যে, ১৯৯৯ সালের নভেম্বরে ইউনেস্কো যখন ঘোষণা করলো যে, ২০০০ সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হবে তখন থেকে এ দিন আর কেবল বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের দিবস নয়; এ দিনটি সারা বিশ্বের দু' সহস্রাধিক ভাষার ব্যবহারকারীদের এক উত্সবে পরিণত হয়েছে। মাতৃভাষা দিবস উদযাপনের উদ্দেশ্য হচ্ছে বহু ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষা ও বিকশিত করা।
আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান কর্মকর্তারা
এ দিনটি উপলক্ষ্যে গত ২১ ফেব্রুয়ারি পেইচিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে এক আলোচনা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করার পাশাপাশি রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ আর পেইচিংয়ে অন্যান্য বাংলাদেশি কর্মকর্তারা অমর একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ভাষণ দেন। এখন শুনুন এ আলোচনা অনুষ্ঠানের সারাংশের রেকর্ডিং। (ইয়ু / এসআর)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |