মহিউদ্দিন তাহের ও তাঁর স্ত্রী রাশিদা মহিউদ্দিন
চীন আন্তর্জাতিক বেতারের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরআই ডিসেম্বর মাসজুড়ে নানা ধরনের স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করে এবং এ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য দেশ বিদেশ থেকে অনেক বন্ধুকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। মহিউদ্দিন তাহের যিনি ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত একটানা ন' বছরের একটু বেশি সময় সিআরআই'র বাংলা বিভাগে কাজ করেছেন নিষ্ঠার সাথে। কর্মকালীন সময় তিনি চীনের জাতীয় মৈত্রী পুরস্কার অর্জন করেন। তাঁর প্রতি সম্মাননা জানিয়ে আমরা চীন সফরের আমন্ত্রণ জানালে তিনি এবং তাঁর স্ত্রী রাশিদা মহিউদ্দিন ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পেইচিং ও চেনতু সফর করেন। পেইচিং থেকে দেশে ফেরার আগে তাঁরা আমাদের স্টুডিওতে এসে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে তাঁরা এবারে তাদের চীন সফর, বিশেষ করে চেনতু সফরের বিস্তারিত তথ্য জানিয়েছেন এবং সিআরআইতে তাহের তাঁর স্মৃতিময় কর্মজীবনের আবেগময় কথাগুলো প্রাণবন্তভাবে স্মরণ করেছেন। সে কথার আলোকেই এ আয়োজন। (ইয়ু/আবাম)