গত দু'সপ্তাহে আপনারা শুনেছেন আন্তর্জাতিক নাট্য সমিতি আই টি আই'র ৩৩তম বিশ্ব প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন নাট্য ব্যক্তিত্বের দেয়া সাক্ষাত্কার। আজ শুনুন এর তৃতীয় পর্ব। আজ যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন, তারা হচ্ছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের শিক্ষক অধ্যাপক ড. ইশরাফিল শাহীন আর ভারতের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পত্রিকা -- নাট্যপত্রের সম্পাদক এবং নাট্য ব্যক্তিত্ব নৃপেন্দ্র সাহা। আলোচনাকালে আমরা তিনটি দেশের মঞ্চ নাটকের পরিবেশনা নিয়ে অনেক বিষয়ে কথা বলেছি। শুনুন তাহলে।