কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত চীনের পেইচিং বিশ্ববিদ্যালয় আর চীনের ভারতীয় সাহিত্য গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে এক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে। চীন আর ভারত থেকে আসা ২০০ জনের মতো গবেষক ও পণ্ডিত এ সেমিনারে উপস্থিত ছিলেন এবং নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আমার সহকর্মী শান্তা মারিয়া সেমিনারে গিয়ে ভারত থেকে আসা দু'জন অধ্যাপকের সাক্ষাত্কার নিয়েছেন। তাঁরা হলেন বিশ্ব ভারতী,শান্তি নিকেতনের ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রের হিন্দী বিভাগের অধিকর্তা প্রফেসর রামেশ্বর মিশ্র এবং বিশ্বভারতী,শান্তি নিকেতনের হিন্দী বিভাগের প্রফেসর শকুন্তলা মিশ্র । তাহলে অনুষ্ঠানের শুরুতে শুনুন এ সাক্ষাত্কারের রেকর্ডিং।