Web bengali.cri.cn   
ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শাহাদত হোসেন খান হেলুর সাক্ষাত্কার
  2011-09-30 21:03:10  cri

 আন্তর্জাতিক নাটক সমিতির ৩৩তম বিশ্ব প্রতিনিধি সম্মেলন ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চীনের সিয়ানমেন শহরে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে এক প্রতিনিধি দল এসেছে। তাঁদের মধ্যে বাংলাদেশের নাটক মহলের বেশি কিছু নাম করা ব্যক্তি রয়েছেন। সম্মেলনের পর বাংলাদেশের বিখ্যাত আবৃত্তিকার, ভাষা ও উচ্চারণ বিশেষজ্ঞ ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ময়মনসিংহ বহুরূপী নাট্যসংস্থার কর্ণধার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য শাহাদত হোসেন খান হেলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের শিক্ষক অধ্যাপক ড. ইশরাফিল শাহীন, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের শৈল্পিক পরিচালক আহমাদ ইকবাল হায়দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী ও ভারতের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পত্রিকা -- নাট্যপত্রের সম্পাদক এবং নাট্য সাংবাদিক নৃপেন্দ্র সাহা চীন ঘুরে দেখার জন্য ট্রেনে পেইচিংয়ে চলে আসেন। পেইচিংয়ে ভ্রমণের পাশাপাশি তাঁরা এক বেলায় সিআরআইতে এসে তিন পর্বের বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন।

প্রথমে শুনুন ড. ভাস্কর বন্দ্যোপাধ্যায় আর শাহাদত হোসেন খান হেলুর সঙ্গে আমাদের বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, শান্তা মারিয়া আর চীনা কর্মী অধ্যাপক পাই খাই ইউয়ান ও আকাশের আলাপ আলোচনা। উল্লেখ্য যে, এ সাক্ষাত্কারটিতে কেবল সাধারণ কথাবার্তা রয়েছে তা নয়, বরং বেশ কয়েকটি সুন্দর কবিতা আবৃত্তিও রয়েছে। আমার বিশ্বাস, তা শুনে আপনারা সবাই মুগ্ধ হবেন। (ইয়ু)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040