|
সম্প্রতি অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক এক কর্ম সম্মেলনে ২০১২ সালের অর্থনৈতিক কর্মকান্ডের অগ্রগতি স্থিতিশীলতার মধ্য দিয়ে অর্জনকে মূল নীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। নতুন বছরে চীনের অর্থনীতি কী রকম উন্নয়নের সুযোগের সম্মুখিন হবে ও নীতিগত বাছাইর সম্মুখীন হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো কেমন করে উন্নয়নের প্রবণতা উপলব্ধি করবে? এ বিষয়টিকে নিয়ে সরকার ও বিদগ্ধ সম্প্রদায়ের পণ্ডিত ব্যক্তিবর্গরা ২৫ ডিসেম্বর 'চীনের অর্থনীতির ভবিষ্যত সম্ভাবনা' শীর্ষক তৃতীয় ফোরামে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন।
কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলনের পর 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি অর্জন' বিভিন্ন স্তরের সরকার ও বিদগ্ধ মহলের বিশেষজ্ঞদের উষ্ণ আলোচনায় পরিণত হয়। এ দিন ফোরামে চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের পরিচালক লি ওয়েই তাঁর ভাষণে চীনের অর্থনৈতিক উন্নয়নের মাঝারী ও দীর্ঘকালীন প্রবণতার দিকটি তুলে ধরে তার বিশ্লেষণ করেন। তিনি মনে করেন, এ ক্ষেত্রে দুটি প্রবণতা নির্ণয় করা যায়। 'একটা হচ্ছে অর্থনীতির প্রবৃদ্ধির হার দুই অঙ্ক থেকে ধাপে ধাপে ৯ শতাংশ এমন কি আরো নিচের দিকে পড়ে যাওয়া, আর আরেকটা হচ্ছে পণ্যের দাম বৃদ্ধির অভ্যন্তরীণ ও বাইরের চাপ একীভূত হওয়ার পর তা যথাসম্ভব দীর্ঘকাল বিদ্যমান থাকা।'
চীনের কেন্দ্রীয় কমিটির আর্থিক নেতৃত্ব গ্রুপ কার্যালয়ের উপ-পরিচালক ইয়াং ওয়েই মিন 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি অর্জন' এর চুলচেরা বিশ্লেষণ করেছেন। অর্থাত্ স্থিতিশীলতা মানেই সামষ্টিক অর্থনৈতিক নীতির মোটামুটি স্থিতিশীলতা, অর্থনীতির সুষ্ঠু ও অপেক্ষাকৃত দ্রুত বিকাশ, পণ্যের দাম আর সামাজিক পরিস্থিতিতে মোটামুটি স্থিতিশীলতা বজায় রাখা। অগ্রগতি মানে অব্যাহতভাবে কৌশলগত সুযোগকে কাজে লাগিয়ে অর্থনীতি উন্নয়নের পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জন করা, সংস্কার ও উন্মুক্তকরণকে গভীর করার ক্ষেত্রে নতুনভাবে তার বিকাশ সাধন এবং জনগণের জীবিকা উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন সাফল্য অর্জন করা।
জাতীয় গণ কংগ্রেসের অর্থ কমিটির উপ-পরিচালক উ সিয়াও লিং বলেন, ২০১২ সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার মন্থর হওয়া অপরিহার্য। কেবল সংস্কার গভীর করার মধ্য দিয়েই এ সময়কালকে সুষ্ঠুভাবে অতিক্রম করা যায়। আর এ কারণেই স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি অর্জন করা হচ্ছে একটি সঠিক বাছাই।
চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের উপ পরিচালক রিউ শি চিন মনে করেন,'চীনের অর্থনীতি যদি দ্রুত গতির প্রবৃদ্ধি থেকে মধ্য গতির প্রবৃদ্ধিতে রূপান্তরিত হয়, এ ক্ষেত্রে বলা যায়, যেমন ১০ শতাংশ থেকে ৬ বা ৭ শতাংশে যেতে পারে। আমি মনে করি, হয়তো তিন পাঁচ বছর পর চীনের অর্থনীতি ৬ থেকে ৭ শতাংশের মধ্য গতি প্রবৃদ্ধির পর্যায়ে প্রবেশ করবে। তথাকথিত মধ্য গতির প্রবৃদ্ধি পর্যায়ে প্রবেশের পর তা হয়তো দশ থেকে বিশ বছর পর্যন্ত স্থায়ী হতে পারবে। যদি এমন দীর্ঘ সময় অবলম্বন করা যায়, তাহলেই কেবল চীন সাফল্যের সিঁড়ি বেয়ে নানা ধরনের মধ্য আয়ের ফাঁদ থেকে বেরিয়ে এসে উচ্চ আয়কারী সামাজিক অবস্থানে প্রবেশ করতে পারবে।'
লিউ শি চিন মনে করেন, আন্তর্জাতিক আর্থিক সংকট থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করা দরকার, তা হচ্ছে অর্থনীতি ব্যবস্থার উন্নয়নমূলক বাস্তব অর্থনীতিকে এগিয়ে নেয়া, বিশেষ করে নির্মাণ শিল্পের নাগপাশ থেকে এখনি বিচ্ছিন্ন হওয়া উচিত হবে না। ইউরোপ ও আমেরিকা এখনো কঠিন অবস্থা অতিক্রম করতে পারে নি, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের বাস্তব অর্থনীতিতে নতুন করে কোন প্রবৃদ্ধি হয় নি। (ইয়ু / আবাম)
| ||||
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |