Web bengali.cri.cn   
চীনের কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলনের বিশ্লেষণ
  2011-12-14 20:31:17  cri

চীনের কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলন পেইচিংয়ে ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের পর প্রকাশিত এক ইস্তাহারে বলা হয়েছে, আগামী বছর চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতির মূল ধারা অনুসরণ করা হবে। চীনের আন্তর্জাতিক অর্থনীতি বিনিময় কেন্দ্রের গবেষক ওয়াং জুন বলেন, 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি' মানে আগামী বছর চীনের আর্থিক ও মুদ্রা নীতি এ বছরের তুলনায় অনেকটা শিথিল হবে। তবে ভূসম্পদ বাজার নিয়ন্ত্রণ নীতি জোরদারের বিষয়টি অব্যাহত থাকবে।

চীনের আন্তর্জাতিক অর্থনীতি বিনিময় কেন্দ্রের গবেষক ওয়াং জুন মনে করেন, কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলনে উত্থাপিত 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি' এর উদ্দেশ্য হচ্ছে অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি তার অপেক্ষাকৃত দ্রুত উন্নয়ন বজায় রাখা। তিনি বলেন, 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি' একটি নতুন প্রস্তাব। এ বছরের সার্বিক অবস্থা দেখে বলা যায়, অর্থনীতির সার্বিক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল। আশা করি, আগামী বছরও এ প্রবণতা বজায় থাকবে। সুতরাং সামষ্টিক নীতির দিক থেকে চলতি বছর ও আগামী বছর তা পরিবর্তিত হবে না। অর্থাত্ অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা বজায় থাকবে। গত কয়েক মাসে যদিও ফলপ্রসূতার সাথে পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে আগামী বছর পণ্যের দাম নিয়ন্ত্রণ করার দিকটি হবে আরো বেশি কঠিন। ফলে পণ্যের দামের মান মোটামুটি স্থির করা হচ্ছে আমাদের সবচে' বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব।'

ইউরোপের ঋণ সংকটের অবনতির আশঙ্ক এখনো বাজারে রয়েছে। চীনের অভ্যন্তরীণ শিল্পপ্রতিষ্ঠানগুলো পতনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। জটিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলনে উত্থাপিত হয়েছে যে, আগামী বছর আর্থিক ও স্থিতিশীল মুদ্রা নীতি সক্রিয়ভাবে কার্যকর করা হবে। ওয়াং জুন বলেন,'আগামী বছর আর্থিক নীতি হোক আর মুদ্রা নীতিই হোক, চলতি বছরের তুলনায় তা কিছুটা শিথিল হবে। মুদ্রা নীতির সামান্য পরিবর্তন প্রধানতঃ মুদ্রা সরবরাহ আর ঋণদানের ওপর নির্ভর করবে। আর্থিক নীতির পরিবর্তন ক্ষেত্রে অবশ্যই কাঠামোগত শুল্ক কমানো হবে। এ বছরের আর্থিক অগ্রগতির অবস্থা অপেক্ষাকৃত ভালো। ফলে ২০১২ সালে পরিমাণের দিক থেকে কিছুটা ঘাটতি বজায় রাখা আর শুল্ক কমানোর অবকাশ রয়েছে।'

ভূসম্পদ বাজার নিয়ন্ত্রণ হচ্ছে এবারের কেন্দ্রীয় কমিটির অর্থনীতি কর্ম সম্মেলনে বহিঃর্বিশ্বের গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়ের অন্যতম একটি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে চীনের ৭০টি বড় ও মাঝারি শহরের আবাসিক গৃহের দাম গড়পরতা ০.১৪ শতাংশ হ্রাস পেয়েছে। ওয়াং জুন বলেন, 'ভূসম্পদ বাজারের ওপর আমাদের নিয়ন্ত্রণের মূল নীতির কোন পরিবর্তন হয় নি। আগামী বছর ভূসম্পদ বাজার নিয়ন্ত্রণ থেকে অর্জিত সাফল্যকে সুসংবদ্ধ করার জন্য আরো কিছু কিছু নতুন ব্যবস্থা নেয়া হবে। যেমন কাঠামোর দিক থেকে মুদ্রা নীতি কিছুটা শিথিল হলেও ভূসম্পদ শিল্পের ক্ষেত্রে তা শিথিল হবে না। ভবিষ্যতে স্থাবর সম্পত্তি কর আদায়ের মধ্য দিয়ে বর্তমান 'কেনার সীমাবদ্ধতা'র সমাধান করা হবে।'

এর আগে রেনমিনপি ও মার্কিন ডলারের বিনিময় হার টানা নয় দিন ধরে হ্রাস পেয়ে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। এবারের সম্মেলনে উল্লেখ করা হয়েছে যে, সুদের হারের বাজারায়নের সংস্কার আর বিনিময় হার প্রতিষ্ঠার সংস্কারকে আরো গভীর করা হবে। অন্যদিকে রেনমিনপির বিনিময় হারের মোটামুটি স্থিতিশীলতা বজায় রাখা হবে। (ইয়ু / আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040