|
নিবন্ধে বলা হয়েছে, ২০১১ সালের গ্রীষ্মকালীণ দাভোস ফোরামের দৃষ্টি 'গুণগতমান বাড়ানো ও অর্থনীতির কাঠামো নিয়ন্ত্রণের' দিকে নিবিষ্ট ছিল। এই ফোরামে জোর দিয়ে বলা হয়েছে, বর্তমান প্রবৃদ্ধির কাঠামো নিষ্ঠার সঙ্গে বিবেচনা করা উচিত। বতর্মানে শিল্পোন্নত দেশগুলোর ঋণ সংকট বিশ্বজুড়ে অর্থনীতির প্রবৃদ্ধিকে আটকে রেখেছে। তুলনামূলকভাবে বলতে গেলে, যদিও নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির অপেক্ষাকৃত বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে তবুও দ্রুত গতির প্রবৃদ্ধির কারণে অকল্পনীয় ঝুঁকির মুখে পড়তে হতে পারে।
নিবন্ধে বলা হয়েছে, অর্থনৈতিক খাতে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির অর্জিত সাফল্য সর্বজনবিদিত। আর্থিক সংটের কারণে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিশ্বজুড়ে জি ডি পিতে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির অনুপাত একটানা বাড়ছে। তবে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠি টেকসই প্রবৃদ্ধি বজায় রাখতে পারবে কী না তা বিশ্বের অর্থনীতির ভবিষ্যতই নির্ধারণ করবে। সুতরাং বিশ্ব সম্প্রদায়ের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
নিবন্ধে মনে করা হয় যে, নবোদিত অথনৈতিক গোষ্ঠিকে বিশ্বের একটি শক্তিশালী গোষ্ঠি হতে চাইলে উত্থানের প্রক্রিয়ায় বিভিন্ন বাধা কাটিয়ে উঠতে হবে। বাস্তবে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির শ্রমশক্তির মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ আয়ের দিকে মাঝারি আয়ের এগিয়ে যাওয়ার পথে অনেক ঝামেলা রয়েছে। এর মধ্যে মূদ্রাস্ফীতির অবনমন ও মূদ্রার মূল্যহ্রাস মোকাবিলা করতে হবে।
উল্লেখ করতে হয় যে,, ২০ বছর আগে অধিকাংশ নবোদিত অর্থনৈতিক গোষ্ঠি বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে মিশে গেছে। তবে ২০০৮ সালের পর আর্থিক সংকট ও ঋণ সংকটের আঘাতে উন্নত দেশগুলোর ব্যয়ের ক্ষমতা কমে গেছে। যার ফলে উন্নত অর্থনীতি গোষ্ঠির নেতৃত্বাধীন বিশ্বব্যাপী চাহিদা প্রকটভাবে কমে গেছে। বিশ্বের অনেক দেশে চাহিদার চেয়ে সরবরাহ বেশী হয়েছে। এই বিশেষ পটভূমিতে রফতানির পরিমাণ বাড়ানো নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির জন্য বেশী কার্যকর হয় না।
নিবন্ধে বলা হয়েছে, ইতিহাসের অভিজ্ঞতা থেকে প্রতিপন্ন হয়েছে, অতীতে যে সব দেশের অর্থনীতির দ্রুত বৃদ্ধি হয়েছিল অবশেষে সে সব দেশের অর্থনীতির বৃদ্ধি সাধারণত কমে গেছে বা স্থগিত হয়েছে। বতর্মানে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির প্রযুক্তিগত কার্যকরিতা কমে যাচ্ছে। যদিও সম্পদের ভাগাভাগিকে একটি উঁচু পযার্য়ে বজায় রাখা হচ্ছে তবুও নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির সার্বিক উত্পাদন বৃদ্ধির গতি কমে গেছে। বিশেষ করে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির শ্রমশক্তির মূল্য বাড়ানো ও মূদ্রামূল্য বৃদ্ধির পরিস্থিতিতে নবোদিত অর্থনৈতিক গোষ্ঠির উত্পাদন মূল্যের দিকটিকে আবারও বিবেচনা করতে হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |