Web bengali.cri.cn   
চীনের সাম্য ও রাষ্ট্রীয় অবস্থার উপযুক্ত জাতিগত নীতির কল্যাণে তিব্বতের স্থিতিশীল উন্নয়ন হয়েছে
  2011-07-07 18:56:52  cri

এখন 'তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর সংক্রান্ত সফলতা প্রদর্শনী' পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে চিত্র, বাস্তব বস্তু, ঐতিহাসিক দলিল আর মাল্টিমিডিয়াসহ নানা পদ্ধতিতে দর্শকদের কাছে ৬০ বছরে তিব্বতের আকাশ পাতাল পরিবর্তন প্রদর্শিত হচ্ছে। তিব্বতবিদ ডেনচেনলুনচু বলেন, বর্তমান তিব্বতের অর্থনৈতিক বিকাশ, গণ জীবিকার উন্নয়ন, সংস্কৃতির সমৃদ্ধি আর জনগণের সুখী জীবনের মূল কারণ হচ্ছে তিব্বতে কেন্দ্রীয় সরকারের সমতা ও রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে উপযুক্ত জাতিগত নীতি কার্যকর করা।

ইয়ুচেন হচ্ছেন তিব্বতের লাসা শহরের একজন তিব্বতী মেয়ে। তিনি জুন মাসে পেইচিং এসে 'তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর সংক্রান্ত সফলতা প্রদর্শনী'র একজন টীকাকার নিযুক্ত হন। এ বারের প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, 'একদম সত্য। ছবিগুলো সবই বাস্তব। কৃষক ও পশুপালকদের বর্তমান জীবনযাপনের অবস্থা সত্যি অনেক ভালো হয়েছে। আমি ছোটবেলায় লিচিসহ নানা জায়গায় গিয়েছি, তখন সে জায়গাগুলোর বাড়িঘর খুব খারাপ ছিল। এখন নিরাপদ বসতবাড়ি প্রকল্প সম্পন্ন করার পর সে জায়গাগুলোর বাড়িঘর খুব সুন্দর হয়েছে। সরকার বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে তিব্বতী ক্লাস খুলেছে। একটি ক্লাসে সাধারণত ৫০ জনের মতো ছাত্রছাত্রী থাকে। আমি ছোটবেলা থেকে তিব্বতী ক্লাসে লেখাপড়া করেছি। আমরা পরীক্ষায় পাশ করার পর মূলভূভাগে গিয়ে শিক্ষাগ্রহণ করতে পারি।'

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫১ সালে তিব্বতের উত্পাদনের মোট পরিমাণ ছিল মাত্র ১২ কোটি ৯০ লাখ ইউয়ান। ২০১০ সালে এ সংখ্যা ৫০৭৪ কোটি ৬০ লাখ ইউয়ানে পৌঁছেছে। তিব্বতে থাকার অবস্থা অপেক্ষাকৃত খারাপ ছিল এমন কৃষক ও পশুপালকরা সবাই নিরাপদ নতুন বসতবাড়িতে উঠেছেন। কৃষক ও পশুপালকদের মাথাপিছু নিট আয় ৪১৩৮ ইউয়ানে পৌঁছেছে। তিব্বতের সকল কৃষক ও পশুপালককে বিনামূল্য চিকিত্সা-ভিত্তিক চিকিত্সা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তিব্বতের গড় আয়ু শান্তিপূর্ণ মুক্তির আগের ৩৫.৫ বছর থেকে বেড়ে বর্তমানে ৬৭ বছর দাঁড়িয়েছে। শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসও যথেষ্ঠ সম্মান পেয়েছে এবং সংরক্ষিত হয়েছে। বলা যায়, বর্তমান সময় হচ্ছে ইতিহাসে তিব্বতের উন্নয়নের শ্রেষ্ঠ যুগ।

চীনের তিব্বত গবেষণা কেন্দ্রের সমাজ অর্থনীতি গবেষণালয়ের উপ-প্রধান ডেনচেনলুনচু বিশাধিক বছর ধরে তিব্বতের বিদ্যা নিয়ে গবেষণা করে আসছেন। তিনি মনে করেন, 'দীর্ঘদিন ধরে তিব্বত জিডিপির সূচককে সমাজ উন্নয়নের পরিমাপের মানদণ্ড হিসেবে গ্রহণ করে না। কৃষক ও পশুপালকদের বাস্তব জীবনযাপনের গুণগত মানের উন্নয়নই কেবল বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের পর্যালোচনার মানদণ্ড। তিব্বতের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে কেন্দ্রীয়ভূত আকাঙ্খা হচ্ছে জীবনযাপনের গুণগত মান উন্নত করা, গণ সেবার মান উন্নত করা এবং তিব্বতী জাতির সংস্কৃতিকে ভালোভাবে সংরক্ষণ করা।'

চীন একটি বহু জাতি-ভিত্তিক দেশ। বহু বছর ধরে বিভিন্ন জাতির জনগণ ঘনিষ্ঠভাবে আদানপ্রদান এবং পরস্পরের ওপর নির্ভর করার মাধ্যমে এক বহুবিধ ও ঐক্যবদ্ধতার পরিস্থিতি প্রতিষ্ঠিত করেছে। তিব্বত প্রাচীনকাল থেকে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তিব্বতের উন্নয়নে সহায়তা দেয়ার জন্য কেন্দ্রীয় সরকার বহু বার তিব্বত বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে এবং তিব্বতের উল্লম্ফন উন্নয়ন এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য কৌশল প্রণয়ন করেছে। নতুন আরম্ভ বিন্দুতে দাঁড়িয়ে তিব্বতের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040