Web bengali.cri.cn   
বিদেশি সামরিক অ্যাটাশেদের তিব্বত সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শন
  2011-07-06 19:57:37  cri

চীনে কয়েকটি দেশের দূতাবাসের সামরিক অ্যাটাশে ও তাঁদের স্ত্রীরা ৫ জুলাই বিকালে পেইচিংয়ের জাতিগত সংস্কৃতি ভবনে আয়োজিত 'তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর সংক্রান্ত সফলতা প্রদর্শনী' পরিদর্শন করেন। তাঁরা সেখানে তিব্বতবিদদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন ও বিনিময়ের মাধ্যমে সামরিক অ্যাটাশেরা ব্যক্ত করেন যে, তিব্বতের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে তাঁরা আরো বেশি জানতে পেরেছেন। ষাট বছরে তিব্বতের অর্জিত সাফল্য সর্বজনবিদিত ও প্রশংসনীয়।

'তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর সংক্রান্ত সফলতা প্রদর্শনী' ১৫ জুন শুরু হয়। গত আধা মাসে প্রতিদিন অনেক দর্শনার্থী এ প্রদর্শনীতে আসেন। ৫ জুলাই বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক প্রচার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভাগের আমন্ত্রণে প্রায় ৩০টি দেশের ৬০ জনেরও বেশি সামরিক অ্যাটাশে, ডেপুটি সামরিক অ্যাটাশে ও তাঁদের স্ত্রীরা এ প্রদর্শনীতে গিয়ে তিব্বতের ৬০ বছরের পরিবর্তন উপলব্ধি করেন।

বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশে জাতিগত সংস্কৃতি ভবনের প্রদর্শনী হলে প্রবেশের সঙ্গে সঙ্গে তিব্বতী বৈশিষ্ট্যসম্পন্ন প্রদর্শনী ও সাজসজ্জা তাঁদেরকে আকর্ষণ করে। তাঁরা প্রদর্শনী হলে ছবি তুলেন এবং মনোযোগ দিয়ে টীকাকারের ব্যাখ্যা শোনেন।

ব্রাজিলের স্থলবাহিনী থেকে আসা সামরিক অ্যাটাশে কোল সেভেরিনো দে রামোস বানতো দা পায়সো বলেন, প্রদর্শনী দেখার মাধ্যমে তিনি তিব্বতের ইতিহাস ও সংস্কৃতি এবং তিব্বতী জনগণের জীবন সম্পর্কে আরো বেশি জানতে পেরেছেন। তিনি বলেন, 'এ প্রদর্শনী আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমি তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছরে অর্জিত সফলতা এবং চীনের ইতিহাস জানার সুযোগ পেয়েছি। এ প্রদর্শনী খুব ভালো। চিত্র দিয়ে তিব্বতের সংস্কৃতি ও জীবনযাপনের নানা ক্ষেত্র যথাযথভাবে প্রদর্শিত হয়েছে। আমি এ প্রদর্শনীর সাফল্য কামনা করি।'

'তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর সংক্রান্ত সফলতা প্রদর্শনী'র বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'মহান ঐতিহাসিক প্রক্রিয়া', 'বিশ্ববিশ্রুত কীর্তি', 'ব্যাপকভাবে উন্নত গণজীবন', 'তিব্বতের ভবিষ্যত আরো সুন্দর' ইত্যাদি। প্রদর্শনীতে ৫০০টিরও বেশি চিত্র, ৩০টিরও বেশি বাস্তব সামগ্রী, ৩০টিরও বেশি রেখাচিত্র আর পুঙ্খানুপুঙ্খ ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির মহান ঐতিহাসিক প্রক্রিয়া, ৬০ বছরে তিব্বতের আকাশ পাতাল পরিবর্তন, তিব্বতী জনগণের সুখী জীবন, তিব্বতে বিভিন্ন জাতির সংহতি ও সমাজের সুষম অবস্থা প্রকাশিত হয়েছে।

নাইজেরিয়ার সামরিক অ্যাটাশে গার্বা আবু বাকার বলেন, 'চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের উন্নয়নের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে। গত বছর আমি তিব্বতের লাসায় গিয়েছিলাম। আমি সশরীরে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম দেখেছি। তিব্বত আরো উন্মুক্ত ও বসবাসের উপযুক্ত হয়েছে। সেখানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। শান্তিপূর্ণ মুক্তির আগের তুলনায় তিব্বতী জনগণের জীবন স্পষ্টভাবে উন্নত হয়েছে।'

দক্ষিণ আফ্রিকার সামরিক অ্যাটাশে ভি আবেল নেলওয়ামোন্দো বলেন, 'এটা একটি অত্যন্ত চমত্কার প্রদর্শনী। আমি জানতে পেরেছি যে, তিব্বত খুব ভালো বিকশিত হয়েছে। এটা দেখে আমি খুব খুশি। আমি আরো জেনেছি, চীনের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনায় বিশেষ করে তিব্বতের উন্নয়ন উল্লেখ করা হয়েছে। এটা খুব ভালো।'

'তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর সংক্রান্ত সফলতা প্রদর্শনী' ৮ জুলাই পর্যন্ত চলবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040