গত বছর তিব্বতের শিকাচে অঞ্চলের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৫৪৫.৯৯৮ বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্যে রপ্তানির পরিমাণ ৪০৮.৫৯৪ বিলিয়ন ডলার। সীমান্ত বাণিজ্য শিকাচের প্রধান ব্যবসা খাতে পরিণত হয়েছে। আঞ্চলিক পরিচালনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
শিকাচে অঞ্চলের চোংবা জেলা নেপালের সঙ্গে সংযুক্ত। বর্তমানে এ জেলায় মোট ৫টি সীমান্ত বাণিজ্য কেন্দ্র রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির চোংবা জেলার শাখা কমিটির উপ-সম্পাদক মি মা তান জেং সংবাদদাতাকে জানান, গোটা জেলার আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এ জেলার প্রধান ব্যবসা খাতে পরিণত হয়েছে।
(সুবর্ণা)