Web bengali.cri.cn   
তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর পর শিকাচের জনগণের জীবনযাপনের অনেক উন্নতি হয়েছে
  2011-06-26 17:39:35  cri

    তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছর পর শিকাচের জনগণের জীবনযাপনের অনেক উন্নতি হয়েছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিকাচে অঞ্চলের প্রশাসনিক বিভাগের উপ-পরিচালক ওয়াং তুই ২৫ জুন এ কথা বলেছেন।

    এদিন তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের সংবাদদাতাদের তিব্বত সাক্ষাত্কার গ্রুপের তৃতীয় দল শিকাচে পৌঁছায়। তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পর বিশেষ করে বৈদেশিক উন্মুক্ত ও সংস্কার নীতি চালু হওয়ার পর শিকাচের জনগণের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে শিকাচে অঞ্চলের শহর ও জেলার অধিবাসীদের গড়পড়তা আয় ছিল ১৪ হাজার ৭০০ ইউয়ান এবং কৃষি ও পশুপালকদের গড়পড়তা আয় ছিল ৩ হাজার ৭৫০ ইউয়ান, যা ১৯৭৮ সালের চেয়ে ২৯গুণ বেড়েছে।

    শিকাচের লোকসংখ্যা ৭ লাখ ২০ হাজার। এটি চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় অবস্থিত। তা ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সংযুক্ত। শিকাচে অঞ্চলের অর্থনীতি প্রধানত কৃষি ও পশুপালন। এর সঙ্গে সঙ্গে সেখানকার প্রাকৃতিক দৃশ্য অতি সুন্দর হওয়ার কারণে তা তিব্বতের বিখ্যাত পর্যটন স্থানে পরিণত হয়েছে।

    (সুবর্ণা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040