Web bengali.cri.cn   
৬০ বছরে ছাং তুর অর্থনীতির আকার ১৬৩ গুণ
  2011-07-07 18:08:33  cri

চীনের তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছরে সেখানকার ছাং তু অঞ্চলের অর্থনীতির আকার ১৬৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

এ সাফল্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিক থেকে শ্রেষ্ঠ, জনসাধারণের আয় বৃদ্ধির দিক থেকে দ্রুততম এবং শহর ও গ্রামের ব্যবধান ঘুচানোর দিক থেকে সর্বোচ্চ এক সময়পর্ব।

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাং তু স্থানীয় প্রশাসনিক বিভাগের উপ-মহাধ্যক্ষ ও মুখপাত্র লুও সুং তে ছিং ৬ জুলাই এ কথা জানান।

তিনি বলেন, ২০১০ সালে ছাং তু অঞ্চলে উত্পাদনের পরিমাণ ৬.৭ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। কৃষক ও পশুপালদের বার্ষিক মাথাপিছু আয় ৩ হাজার ৬৬২ ইউয়ানে পৌঁছায়।–ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040