Web bengali.cri.cn   
তিব্বতের গণ জীবিকা প্রকল্প থেকে বিভিন্ন জাতির প্রভূত কল্যাণ
  2011-07-07 18:55:09  cri

তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৬০ বছরে কেন্দ্রীয় সরকার ৭৫টি বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা নীতি বাস্তবায়ন করেছে। এর ফলে তিব্বতের জনসাধারণ গোটা চীনের মধ্যে সবচেয়ে সুবিধাজনক নীতি ভোগ করতে সক্ষম হয়। বর্তমানে তিব্বতের সমাজে অগ্রগতি হয়েছে, গণ জীবিকা বিকশিত হয়েছে, বিভিন্ন জাতির জনগণ সুখী জীবন কাটাচ্ছে এবং তাঁরা বাস্তবিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সুফল ভোগ করতে পেরেছে।

লাসা শহরের ছুসুই জেলার চিয়াং গ্রামের কৃষক দেছেন দ্রোকার তিব্বতের বসতবাড়ি প্রকল্পের কল্যাণে তাঁর বাড়ি পূর্বের পাহাড় থেকে বর্তমানে লাসা শহর থেকে কোংকা বিমান বন্দরে যাওয়ার পথে স্থানান্তর করতে পেরেছেন। তিনি ব্যস্ত বিমান বন্দর সড়কের ভৌগলিক প্রাধান্যকে কাজে লাগিয়ে চিয়াং গ্রামের প্রথা পরিবার পর্যটন শুরু করেন। তিনি পর্যটকদের কাছে তিব্বতী জাতির পারিবারিক ঐতিহ্য সংস্কৃতি প্রদর্শনের পাশাপাশি নিজের জীবনযাপনের মানও উন্নত করেছেন। তিনি বলেন, 'এখন বাড়ি বড় হয়েছে এবং পরিষ্কার হয়েছে। পর্যটকদের অভ্যর্থনা করে আমাদের জীবন অনুভব করার যোগ্যতা আছে। আমার স্বামী বাইরে গিয়ে কাজ করেন। আমি বাসায় পারিবারিক পর্যটন করি। আমরা দুজন টাকা আয় করি; আমাদের জীবন দিন দিন ভালো হয়ে উঠেছে।'

২০০৬ সাল থেকে কেন্দ্রীয় সরকার ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকার ১৭ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ব্যয় করে কৃষকদের বাড়ি সংস্কার, পশুপালকদের স্থাবর বাড়ি নির্মাণ আর দরিদ্র কৃষকদের স্থানান্তর কাজ নিয়ে গঠিত কৃষক ও পশুপালকদের নিরাপদ বসতবাড়ি প্রকল্প সম্পন্ন করেছে। এ অঞ্চলের ২ লাখ ৭৫ হাজার পরিবারের ১৪ লাখ ৩০ হাজার কৃষক ও পশুপালক এ প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। তাঁরা সবাই দেছেন দ্রোকার মত আরামদায়ক ও নিরাপদ নতুন বাড়িতে উঠেছেন।

৬০ বছরে কেন্দ্রীয় সরকার ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সবসময় জীবিকার নিশ্চয়তা ও উন্নয়নকে প্রধান কাজ হিসেবে মনে করেছে এবং শিক্ষা, চিকিত্সা, বার্ধক্যবিমাসহ নানা ক্ষেত্রে কতকগুলো বিস্তৃত সুবিধাজনক নীতি চালু করেছে।

এখন তিব্বতের সকল কৃষক ও পশুপালকের সন্তানেরা স্কুল-পূর্ব শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত প্রতি বছর জনপ্রতি ২০০০ ইউয়ান সহায়ক বৃত্তি পায়। ছাত্রছাত্রীদের শিক্ষা ফি, পাঠ্যপুস্তক ও জীবনযাপনের খরচ সবই এখান থেকে মেটানো সম্ভব হয়।

২০১০ সালের শেষ নাগাদ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনে সর্বপ্রথম নতুন ধরনের গ্রামীণ মৌলিক বার্ধক্যবিমা ব্যবস্থার আওতায় সবাইকে আনতে সক্ষম হয়।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির সম্পাদক চাং ছিং লি বলেন, 'গত কয়েক বছরে আমরা কেবল গণ জীবিকা সম্পর্কিত খাতে ব্যয় করেছি ৫২.১ বিলিয়ন ইউয়ান। শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১.১ গুণ, চিকিত্সা ও স্বাস্থ্য খাতে ২.৯ গুণ এবং সামাজিক নিশ্চয়তা খাতে ৩.২ গুণ। এখন এ অঞ্চলের ৭৩টি জেলায় নয় বছর বাধ্যতামূলক শিক্ষা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। স্কুল যাওয়ার উপযুক্ত বয়সের শিশুদের ভর্তি হার ৯৯.২ শতাংশে পৌঁছেছে। এখন গ্রামের অবৈতনিক চিকিত্সা ভর্তুকি হচ্ছে মাথাপিছু ১৮০ ইউয়ান। আমাদের জনসাধারণ চীনের মধ্যে সবচেয়ে ব্যাপক ও সর্বোচ্চ মানের সুবিধাজনক নীতি ভোগ করছেন।' (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040