|
বাম থেকে বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুন, জনৈক অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও সাহিত্য বিভাগের এসোসিয়েট প্রফেসর ওয়েই লিমিং এবং সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল।
এই অপবাদ ঘুচাতে সকলের উচিত দায়িত্বশীল হওয়া, দেশকে ও মানুষকে ভালবেসে তাদের জন্য কাজ করা এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা নেওয়া। তাহলেই হবে রবীঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায়, প্রকৃষ্ট সম্মান।
এ সম্পর্কে ফটো এ্যালবামসহ বিস্তারিত দেখতে লগইন করুন: http://cri-sarc.blogspot.com/2011/03/blog-post.html এই ঠিকানায়।
----দিদারুল ইকবাল, পরিচালক, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাংলাদেশ।
ডান থেকে দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, ইয়াং ওয়েইমিং স্বর্ণা, ওয়েই লিমিং, মাহমুদ হাশিম, তোং ইয়ৌছেন, মহিউদ্দিন তাহের এবং মো:আব্দুল্লাহ আল মামুন।
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |