|
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের পরিচালক জামশিদ ইফতিখার, পাকিস্তানের কনফুসিয়াস ইন্সটিটিউটের দায়িত্বশীল ব্যক্তি ডক্টর লি রুন শেং, পাকিস্তানে নিযুক্ত চীনা দুতাবাসের রাজনৈতিক কর্মকর্তা, চীন-পাকিস্তান মৈত্রী পরিষদের সদস্য এবং চীনা শিক্ষক, ছাত্রছাত্রী, প্রবাসী চীনা ও সংবাদদাতাসহ প্রায় ১০০জন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামশিদ ইফতিখার বলেন, কনফুসিয়াস ক্লাসরুমের মাধ্যমে চীনা ভাষা শিক্ষার্থীর সংখ্যা কয়েক বছরে অনেক বেড়ে গেছে এবং এর আওতাও বিস্তৃত হয়েছে, যেটা খুবই আনন্দময় ব্যাপার। তিনি আশা করেন, কনফুসিয়াস ক্লাসরুম আগের মতো ভবিষ্যতেও চীনা ভাষা ও চীনের সংস্কৃতি উত্তরাধিকারের দায়িত্ব পালন করবে এবং চীন ও পাকিস্তানের মৈত্রী দৃঢ় করবে।
(সুবর্ণা)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |