|
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম কর্তৃক সংবর্ধিত দুই চীনা অধ্যাপক তোং ইয়ৌছেন এবং ওয়েই লিমিং এই মহতী আযোজনের উচ্ছ্বসিত প্রশংসিত করে বলেন, আমরা কখনো আপনাদের এই সম্মানের কথা ভুলবোনা। আপনাদের এই সম্মান আমাদের কাজকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এছাড়া বাংলাদেশে এবারের সফরে আপনাদের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুঠি বাড়ীসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করে আমরা মুগ্ধ। আমাদের এবারের বাংলাদেশ সফরের স্মৃতি অনেক দিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।
তত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ তাঁর লেখা 'রবীন্দ্র-রচনার রবীন্দ্র-ব্যাখ্যা', 'মাতৃভাষার স্বপক্ষে রবীন্দ্রনাথ' এবং 'সুভাষিত' এই তিনখানা বই হাতে চীনের দুই অধ্যাপক তোং ইয়ৌছেন, ওয়েই লিমিং এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ও ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা।
সত্যের কবি, সুন্দরের কবি, মানুষের কবি, জীবনের কবি, জগতের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এই গানের চরণে এভাবেই এই বিশ্ব চরাচরে নিজের অবস্থান চিহ্নিত করেছেন। পৃথিবীর আর কোন কবি বা মনীষী এমনটি করেছেন কিনা কারো জানা নেই। এই ক্ষণজন্মা কিংবদন্তী কবির জন্মের সার্ধশতবর্ষে (আসছে ৭ মে বিশ্বকবির ১৫০তম জন্মবার্ষিকী) তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের নানা আয়োজনের অংশ হিসেবে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম বাংলাদেশ সফররত চীনের দু'জন রবীন্দ্রপন্ডিতকে সম্মাননা প্রদান করতে এই অনুষ্ঠানের আয়োজন করে।
"আকাশ-ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান।"
শান্তিনিকেতন থেকে রবীন্দ্র পুরস্কার ও সাহিত্যে ডক্টরেট ডিগ্রী পাওয়া চীন থেকে আসা পেইচিং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক চীনের রবীন্দ্রসমগ্র অনুবাদক কমিটির প্রধান প্রফেসর তোং ইয়ৌছেন-কে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দিচ্ছেন, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবীর শান্ত।
রবীন্দ্রসঙ্গীতের সমবেত বাণীর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের উপদেষ্টা ও শিক্ষক মহিউদ্দিন তাহেরের মিষ্টি মধুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন প্রমূখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম এবং সমাপনি ও সভাপতির বক্তব্য রাখেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ও ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা। তিনি সকলকে ধন্যবাদ জানানোসহ রবীন্দ্রনাথের প্রতি সম্মান প্রদর্শন করতে দু'লাইনের একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনান অতিথিদের। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্বর্ণার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে মুহুর মুহু করতালীর মাধ্যমে মুখরিত করে তুলেন পুরো হল।
মূল অনুষ্ঠানে প্রবেশের পূর্বে পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও সাহিত্য বিভাগের এসোসিয়েট প্রফেসর ওয়েই লিমিং-কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে।
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |