Web bengali.cri.cn   
বই পড়ার মধ্য দিয়ে বাঙালির চেতনাবোধ আরো জাগ্রত হবে: অমর্ত্য সেন
  2011-02-04 20:40:35  cri

বাঙালির হাজার বছরের লালিত চেতনা বই লেখা ও পড়ার মধ্য দিয়ে আরো জাগ্রত ও শানিত হবে। বাঙালি একদিকে তার ভাষা, সাহিত্য, সঙ্গীত, দর্শন ও সামগ্রিক চিন্তাভাবনার ঐক্য, সমতা এবং ন্যায়বোধ নিয়ে এগিয়ে চলেছে।

অমর একুশে গ্রন্থমেলায় বিশেষ অতিথির ভাষণ দিচ্ছেন নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন

অমর একুশে গ্রন্থমেলা ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে এভাবেই বাঙালির পথচলার ছবি আঁকলেন নোবেল জয়ী বিশ্বখ্যাত বাঙালি অর্থনিতিবিদ অমর্ত্য সেন। বাঙালির এ অগ্রযাত্রা নিয়ে গর্ব করা যায় বলে মন্তব্য করেন তিনি।

বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহাসিক পরম্পরা তুলে ধরে অমর্ত্য সেন বলেন, বাঙালি যেভাবে তার ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিয়ে চলেছে তাতে বাংলা ও বাঙালি আরো হাজার বছর টিকে থাকবে।

'অন্যায় যে করে আর অন্যায় যে সহে... তব ঘৃণা তারে যেন তৃণসম দহে...' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ অমর পঙতির উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, এতে জাতি হিসেবে বাঙালির ন্যায়নিষ্ঠার পরিচয় রয়েছে।

বাঙালির ধর্মনিরপেক্ষ চেতনার কথা বলতে গিয়ে তিনি কবি কাজী নজরুল ইসলামের- 'হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বলো মরছে মানুষ মোর মার...' এই অমর পঙতি তুলে ধরেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি চেতনার ধারক ও বাহক বলে অভিহিত করেন বিশ্বখ্যাত এ বাঙালি অর্থনীতিবিদ।

---মাহমুদ হাশিম, বইমেলা, বাংলা একাডেমী।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040