|
পাঁচদিনব্যাপী ১৭তম পেইচিং আন্তর্জাতিক বই মেলা ৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। মেলায় কপিরাইট বই রপ্তানির ক্ষেত্রে বেশ লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।
সিন হুয়া বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, মোট ৫৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৮৪১টি দেশি-বিদেশী কপিরাইট ইউনিট এবারের বই মেলায় অংশ নেয়। প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, এবারের বই মেলায় দেশি-বিদেশী কপিরাইট সংক্রান্ত বাণিজ্য চুক্তি হয়েছে ২ হাজার ৩৭৯টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে বিভিন্ন রকমের কপিরাইটভূক্ত বই রপ্তানি ও সহযোগিতা সংক্রান্ত প্রকাশনা চুক্তির সংখ্যা ১ হাজার ৪১২ হওয়ায় চীনের কপিরাইট বই রপ্তানি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বাস্তবায়িত হলো ।–খবর সি আর আই'র
--ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |