|
বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা-২০১১ এর পর্দা উঠছে ১ ফেব্রুয়ারি। বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ দিন বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের দ্বারোদ্ঘাটন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
এবার নতুন আঙ্গিকে এবং আন্তর্জাতিক আবহের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে। এখন থেকে প্রতিবছর একটি মূল ভাবনা নিয়ে গ্রন্থমেলার আয়োজন করা হবে। এবারের মূল ভাবনা হচ্ছে, 'রবীন্দ্রনাথ'। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে মাসজুড়েই রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা হবে মেলামঞ্চে।
গ্রন্থমেলায় আন্তর্জাতিক আবহ আনতে প্রতিদিনের সেমিনারে আলোচক হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, শ্যামল চক্রবর্তী, চীনের অধ্যাপক তুং ইয়োছেন, ইয়াং ওয়েইমিং এবং স্পেনের অধ্যাপক খোসে পাস এবার বক্তব্য দেবেন।
এ বছর অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণকে ভাষাশহীদ, লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে নয়টি চত্বরে বিন্যাস করা হয়েছে। এগুলো হলো: ভাষাশহীদ, রবীন্দ্র, ড. মুহম্মদ শহীদুল্লাহ, নজরুল, সাহিত্যবিশারদ আবদুল করিম, সুফিয়া কামাল, ধীরেন্দ্রনাথ, সোমেন চন্দ ও রোকেয়া চত্বর।
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ গত বছরেরমত এবারও আন্তর্জাতিক মিডিয়া ষ্টল হিসেবে দুই ইউনিটের একটি স্টল বরাদ্ধ পেয়েছে। একুশে গ্রন্থমেলার সাহিত্যবিশারদ সোমেন চন্দ চত্বরের ৩২৩ এবং ৩২৪ নাম্বার ষ্টল পেয়েছে চীন আন্তর্জাতিক বেতার। ষ্টলের নাম সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম।
তাহলে বন্ধুরা আপনারা দ্রুত চলে আসুন সোমেন চন্দ চত্বরে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম এর ৩২৩ এবং ৩২৪ নাম্বার ষ্টলে। এখানে আপনি চীন আন্তর্জাতিক বেতার এবং নিজ মাতৃভাষায় চীনা ভাষা শিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ষ্টলে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ও সিআরআই প্রতিনিধি ইয়াং ওয়েইমিং স্বর্ণা, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ এবং আরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের উপদেষ্টা ও শিক্ষক মহিউদ্দিন তাহের, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম মেলায় ষ্টলে উপস্থিত থেকে দর্শকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেবেন। এছাড়া শ্রোতা প্রতিনিধিদের মধ্য থেকে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক, শাখা প্রতিনিধি শহিদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা ষ্টলে আগত দর্শকদের চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করবেন এবং চীনা বেতারের প্রসারে সহযোগিতা করবেন। গ্রন্থমেলাকে কেন্দ্র করে চীন আন্তর্জাতিক বেতারের প্রচারনা বাড়াতে এবং বেতারের এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তুলতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব তার নিজস্ব প্রকাশনা 'ডিএক্সীং নিউজ' এর দু'টি বিশেষ সংখ্যা প্রকাশ করে মেলায় আগত দর্শকদের মাঝে বিনা মূল্যে বিতরণ করবে এছাড়া এফএম তরঙ্গের ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরী ষ্টিকারও বিতরণ করবে।
গ্রন্থমেলাটি ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা এবং একুশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
উল্লেখ্য ২০১০ সালেও একুশে গ্রন্থমেলায় সাহিত্যবিশারদ সোমেন চন্দ চত্বরে চীন আন্তর্জাতিক বেতার আন্তর্জাতিক মিডিয়া ষ্টল হিসেবে একটি ষ্টল বরাদ্ধ পেয়েছিলো।
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
ই-মেইল: didaruliqbal@gmail.com
ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |