Web bengali.cri.cn   
বিভিন্ন দেশের স্কুল পূর্ব শিক্ষা ব্যবস্থা
  2010-08-13 22:00:39  cri

বৃটেনের স্কুল পূর্ব শিক্ষা ব্যবস্থা

কথায় আছে না, শিশুরাই হচ্ছে দেশের ভবিষ্যত। সুতরাং বৃটেন সরকার পাঁচ বছরের নিচের শিশুদের স্কুল পূর্ব শিক্ষার ওপর খুব গুরুত্ব দিচ্ছে। ১৯৯৬ সালের এপ্রিল মাস থেকে বৃটেন সরকার এ খাতে প্রতি বছর ৮০০ কোটি পাউন্ড ব্যয় করে, যাতে প্রতটি শিশুই প্রতিদিন বিনামূল্যে প্রায় তিন ঘন্টাব্যাপী স্কুল পূর্ব শিক্ষা গ্রহণ করতে পারে। এর পাশাপাশি বৃটেন সরকার, কমিউনিটি, পরিবার ও স্কুলসহ চার ইউনিটের একত্রিত শিশু শিক্ষা নেট প্রতিষ্ঠার প্রচেষ্টাও চালাচ্ছে।

বিংশ শতাব্দীর ৯০'র দশকের শেষ দিকে বৃটেন সরকার স্কুল পূর্ব শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞদেরর প্রস্তাব অনুযায়ী 'শুরু থেকেই নিশ্চয়তা প্রদান' নামক প্রকল্প চালু করে। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশু শিক্ষা বিষয়ক কর্মী, পরিবার ও কমিউনিটি শিশুদের বিশেষ চাহিদা অনুযায়ী নমনীয় ব্যবস্থা, যাতে সব শিশুরাই জীবনের শুরু থেকে যথাসাধ্য ভালো 'শুরুকালীন শিক্ষা' গ্রহণের সুযোগ পায়। বৃটেনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'যোগ্যতা কোর্স পরিচালনা কমিটি' এবং 'শিক্ষার মানদন্ড কার্যালয়' প্রতিষ্ঠিত হয়েছে। এ দুটি সংস্থা বিদ্যালয়গুলোর কোর্স স্থাপনের অবস্থা পর্যালোচনা করে এবং শিক্ষাদানের গুণগত মান উন্নয়নে সাহায্য করে।

এখন বৃটেনের ৯০ ভাগের বেশি কিন্ডারগার্টেন হচ্ছে বিনামূল্যে শিক্ষা প্রদানকারী সরকারী সংস্থা। বাকি ব্যক্তিগত কিন্ডারগার্টেন গুলো খুব দামী। কিন্তু সরকারী কিন্ডারগার্টেন হোক, ব্যক্তিগত কিন্ডারগার্টেন হোক, কোন কিন্ডারগার্টেনেই শিশুদের অঙ্ক, কঠৌর পাঠক্রম বা বিদেশী ভাষা শেখানো হয় না। বৃটেনের স্কুল পূর্ব শিক্ষায় শিশুদের আত্মবিশ্বাস স্থাপন, ভালো অভ্যাস এবং মানুষের সঙ্গে যোগাযোগ করার দক্ষতা গড়ে তোলার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040