|
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের মধ্যম ও দীর্ঘকালীন শিক্ষা সংস্কার ও উন্নয়ন পরিকল্পনায় স্পষ্টভাবে উত্থাপিত হয়েছে যে, ২০২০ সাল পর্যন্ত চীনে প্রাথমিক স্কুলে প্রবেশের পূর্বেই এক বছরের শিক্ষা ব্যবস্থা জনপ্রিয় করা হবে, অন্যদিকে প্রাথমিক স্কুল পূর্ব দু'বছরের শিক্ষাকে জনপ্রিয় করার পাশাপাশি উপযুক্ত অঞ্চলে প্রাথমিক স্কুল পূর্ব তিন বছরের শিক্ষা ব্যবস্হাকে জনপ্রিয় করা হবে। চীন প্রথমবারের মত এবার স্কুল পূর্ব শিক্ষাকে জাতীয় শিক্ষা উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে। এটা সমাজের বিভিন্ন সম্প্রদায়ের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। এ পরিকল্পনা দেখে বোঝা যায়, চীন সরকার স্কুল পূর্ব শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করছে। কিন্তু বর্তমানে অন্যান্য দেশের স্কুল পূর্ব শিক্ষার অবস্থা কেমন? স্কুল পূর্ব শিক্ষা উন্নয়ন নিশ্চিত করার জন্য তাদের কী কী ব্যবস্থা রয়েছে? এ সম্পর্কিত নানা তথ্য জানার জন্য আমরা ফ্রান্স, বৃটেন ও জাপানে কর্মরত সিআরআই'র সাংবাদিকের কাছ থেকে তা জানার জন্য যোগাযোগ করি।
ফ্রান্সের স্কুল পূর্ব শিক্ষা ব্যবস্থা
শিল্পোন্নত দেশগুলোর মধ্যে ফ্রান্স শিশুদের স্কুল পূর্ব শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। ফ্রান্স সরকার স্কুল পূর্ব শিক্ষা উন্নয়নের জন্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানিয়ে দিচ্ছি?
ফ্রান্স হচ্ছে সর্বপ্রথম আইনের মাধ্যমে শিশু শিক্ষা সুরক্ষা করা দেশের মধ্যে অন্যতম। উনিশ শতাব্দীর তিরিশের দশকে ফ্রান্স কিন্ডারগার্টেন পরিচালনা আইন জারী করে। স্কুল পূর্ব শিক্ষা হচ্ছে ফ্রান্সের প্রাথমিক পর্যায়ের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ পর্যায়ের শিক্ষা বিনামূল্যে দেয়া হয়। ফ্রান্স সরকার তিন বছরের বেশি বয়সের শিশুদের শিক্ষা ব্যয়ের ৯৫.৮ শতাংশ বহন করে।
ফ্রান্সের স্কুল পূর্ব শিক্ষার দায়িত্ব প্রধানত সরকারী কিন্ডারগার্টেনগুলোই বহন করে থাকে । এর পাশাপাশি সরকার ব্যক্তিগত পর্যায়ের কিন্ডারগার্টেন চালানোর বিষয়টিকে অনুমোদন দেয়। এ দু' ধরনের কিন্ডারগার্টেনকে দেশের নিয়মকানুন মেনে চলতে হয় এবং তাদের পাঠক্রমে কোন পার্থক্য নেই। বাবা-মা নিজের পছন্দ মতো সরকারী বা ব্যক্তিগত কিন্ডারগার্টেন বাছাই করতে পারেন। সাধারণ পরিবারগুলো নিজ নিজ বাসার কাছাকাছি অবস্থিত কিন্ডারগার্টেন বাছাই করে থাকে। ফ্রান্সের স্থানীয় সরকার কর্তৃক স্কুল পূর্ব শিক্ষা পরিচালিত হয়। স্কুল পূর্ব শিক্ষাকে সমাজের গণ কল্যাণ এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিন্ডারগার্টেনের প্রধান আর সাধারণ শিক্ষকের যোগ্যতার ওপর ফ্রান্স সরকার খুব গুরুত্ব দেয়। ফ্রান্সের সরকারী কিন্ডারগার্টেনসহ বিদ্যালয়গুলোর শিক্ষকরা সবাই সরকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে যারা তিন বছর শিক্ষকতা করেছেন, কেবলমাত্র তারাই সরকারী কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন। পরীক্ষার ফলাফল অনুযায়ী, সরকার ভালো শিক্ষকদের বাছাই করে। ফ্রান্স হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষকদের ধারাবাহিক শিক্ষা চালু করার অন্যতম দেশ। গত বিশ বছরে ফ্রান্স সরকারের উচ্চ গুরুত্বসম্পন্ন সদিচ্ছায় ফরাসী শিক্ষকদের ধারাবাহিক শিক্ষার অভূতপূর্ব বিকাশ হয়েছে।
ফ্রান্সের স্কুল পূর্ব শিক্ষার মধ্যে সমাজ, স্বাস্থ্য ও মনস্তত্ত্ব এ তিনটি বিষয়ও রয়েছে। যাতে শিশুরা ছোটবেলা থেকেই অন্যজনকে সহযোগিতা, সাহায্য এবং উপভোগ করার বিষয়টি শিখে ফেলে।
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |