Web bengali.cri.cn   
চীনের আবহাওয়া ব্যুরো ২০১০ সালের সাংহাই বিশ্ব মেলায় সুষ্ঠু সেবা দেবে
  2010-01-21 18:49:08  cri
চীনের ২০১০ সাংহাই বিশ্ব মেলা উদ্বোধনের ১০০ দিন বাকি রয়েছে। এ উপলক্ষে চীনের আবহাওয়া ব্যুরোর উপ-মহাপরিচালক সুয়ে সিয়াও ফাং বলেছেন, এখন আবহাওয়া ব্যুরো সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে, যাতে বিশ্ব মেলার সময় আহবাওয়া সংক্রান্ত সেবা সুষ্ঠুভাবে প্রদান করা যায়।

সুয়ে সিয়াও ফাং বলেন, সাংহাইয়ের আবহাওয়া জটিল। মুষলধারে বৃষ্টি, টাইফুন, উচ্চ তাপমাত্রা ও বজ্রপাতসহ নানা ধরণের দুর্যোগ প্রায়শই ঘটে। বিশ্ব মেলার মেয়াদ দীর্ঘ এবং জনবহুল হবে। ফলে আবহাওয়া বিভাগ প্রথমে সাংহাইয়ে ডপলার রাডার ও স্বয়ংক্রিয় কেন্দ্রসহ নানা নতুন পদ্ধতি স্থাপন করবে, ঘনীভূত পর্যবেক্ষণ নেট প্রতিষ্ঠা করবে এবং সক্রিয়ভাবে বিশ্ব মেলায় আবহাওয়া সেবা দেবে। তা ছাড়া সাংহাইয়ের নিকটবর্তী চিয়াংসু, চেচিয়াং ও আনহুইসহ নানা অঞ্চলের আবহাওয়া বিভাগ সাংহাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে এবং যৌথভাবে আবহাওয়া দুর্যোগ প্রতিরোধ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040