সাংহাই বিশ্ব মেলা উদ্বোধনের ক্ষণ গণনা সংক্রান্ত ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান শুরু
2010-01-21 12:18:01 cri
সাংহাই বিশ্ব মেলা ২০১০ শুরু হতে আর মাত্র একশো দিন বাকী আছে। এ উপলক্ষে আজ বিকালে সাংহাই বিশ্ব মেলা উদ্বোধনের ক্ষণ গণনা সংক্রান্ত ধারাবাহিক উদযানী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী ১ মে থেকে ৩১ অক্টোবর পযর্ন্ত সাংহাই বিশ্ব মেলা ২০১০ অনুষ্ঠিত হবে। ১৯২টি দেশ ও ৫০টি আন্তর্জাতিক সংস্থা এই মেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।