শাং হাই বিশ্ব মেলা বিশ্বের সঙ্গে চীনের বিনিময় ও সহযোগিতার জন্য একটি সুষ্ঠু প্ল্যাটফর্ম হবে
২১ জানুয়ারী থেকে শাং হাই বিশ্ব মেলার উদ্বোধন পর্যন্ত আরও ১০০দিন বাকি আছে। এ পর্যন্ত ১৯২টি দেশ ও ৫০টি আন্তর্জাতিক সংস্থা এবারের শাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ ছাড়া, আরও ২২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সক্রিয়ভাবে " ওয়েব-সাইটে বিশ্ব মেলার" প্রস্তুতিমূলক কাজ করছে। শাং হাই বিশ্ব মেলার ব্যাপকতা ইতোমধ্যেই একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে সবাই মনে করছে।
বিশ্বের অর্থনীতির বেরোমিটার হিসেবে বিশ্ব মেলা সবসময় সারা বিশ্বের অর্থনীতির ঠান্ডা ও গরমের অবস্থা প্রদর্শন করছে। আন্তর্জাতিক আর্থিক সংকট সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে, শাং হাই বিশ্ব মেলার আয়োজন আরো বাস্তবতার দিক থেকে আরো তাত্পর্যবহ। দেশ, জাতি এবং সংস্কৃতি নির্বিশেষে শাং হাই বিশ্ব মেলা কেবল যে বিশ্বের সঙ্গে চীনের বিনিময় ও সহযোগিতার জন্য একটি সুষ্ঠু প্ল্যাটফর্ম প্রদান করবে তা নয় , তা ইতিহাস ও ভবিষ্যত সম্পর্কে সর্বশেষ মানবজাতির চিন্তাধারা প্রদর্শনের জন্য একটি সবচেয়ে শ্রেষ্ঠ প্ল্যাটফর্মেও পরিণত হবে।---ওয়াং হাইমান