Web bengali.cri.cn   
চীনের বারো রাশির গল্প
  2013-04-01 16:49:43  cri

মোরগ ড্রাগণের প্রশংসা শুনে তো খুশীতে আত্মহারা হয়ে যায়। ঠিক এই সময় পাথরের নিচ থেকে গুটি গুটি পায়ে হেঁটে বেরিয়ে আসে ছোট্ট চেলাপোকা। পোকাটি ড্রাগনের সব কথা শুনেছে, তাই ড্রাগণকে সাহায্য করার জন্য মোরগকে বললো, "মোরগ দাদা, আপনিতো দেখতে বেশ নাদুশনুদুশ, যথেষ্ঠ সুন্দর আর রঙিন, বেশ ভালো অবস্থা আপনার। আসলে আপনার এ জোড়া শিঙের কোনো প্রয়োজন নেই। আপনি বরং ড্রাগণ ভাইকে শিঙ জোড়া ধার দিতে পারো, কাজের পর সে তোমাকে আবার ফেরত দিয়ে দেবে। আমি তার জন্য দায়বদ্ধ থাকবো।" মোরগ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও চেলাপোকার কথায় বিশ্বাস রেখে শিঙ ধার দিতে সম্মত হয়।

এদিকে নির্বাচনের দিন পৃথিবীর সব প্রাণীরা বেশ সেজেগুজে নিজেকে সুন্দর করে সাজিয়ে স্বর্গের প্রাসাদে হাজির হয়। স্বর্গের রাজা তা দেখে ভীষণ খুশি হলো। প্রাণীরা যার যার নিজের প্রচার, সাংস্কৃতিক পরিবেশনা আর দলগত বিতর্ক করার পর স্বর্গের রাজা গরু, ঘোড়া, ছাগল, কুকুর, শূকর, খরগোশ, বাঘ, ড্রাগণ, সাপ, বানর, মোরগ ও ইঁদুর এ বারোটি প্রাণীকে রাশি হিসেবে নির্বাচিত করে।

কিন্তু ১২টি প্রাণী নির্ধারণের পর স্বর্গের রাজা আবার নতুন সমস্যায় পড়লো। তা হলো এগুলোর ক্রম বা পর্যায়ক্রম কি হবে তা নিয়ে সমস্যায় পড়লো। স্বর্গের রাজা সবার প্রস্তাব শুনলেন কিন্তু প্রতিটি প্রাণী প্রথম স্থানে থাকতে চায়, ফলে কোন সিদ্ধান্ত গ্রহণ করা গেল না। স্বর্গের রাজা বাধ্য হয়ে বললেন, আকারের ছোট বড় দেখে ক্রম নির্ধারণ করা হবে। গরু সবচেয়ে বড়, সেই জন্য গরু প্রথম থাকবে'। রাজার এ সিদ্ধান্তে বাঘ সহ প্রায় সব প্রাণী রাজি হয়েছে। কিন্তু কেবল ইঁদুর রাজি হয়নি।

সে বলল, "স্বর্গের রাজা, আপনি ভুল করেছেন। আকার অনুসারে আমি সবচেয়ে বড়, গরু নয়।"

ইঁদুরের কথা শুনে সবাইতো হেসে লুটপুটি খাবার দশা তৈরি হলো। খরগোশ ইঁদুরের সামনে এসে বললো, "ইঁদুর ভাই, মিথ্যা কথা বলার বড় সাহস আছে তো তোমার। গরু তো দূরের কথা, তুমি আমার চেয়েও ছোট। এমন কী গরু ভাইয়ের এক পায়ের খুর তোমার চেয়েও বড়।" সরল গরু শুধু হাসলো, কিছু বললো না।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক