Web bengali.cri.cn   
চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফরের প্রাক্কালে তাঁর সাক্ষাত্কার
চীন অনেক বার আন্তর্জতিক সম্প্রদায়কে কঠোর প্রতিশ্রুতি দিয়েছে যে, দেশটি অবিচলিতভাবে শান্তিপূর্ণ ও উন্নয়নের পথ চলবে, কোনো দিন আধিপত্যবাদ প্রয়াসী হবে না, কোনো দিন আত্মসম্প্রসারণবাদী হবে না। চীনা জনগণ আশা করে, চীন আশা করে, বিশ্বের জনগণ একসাথে বিশ্বের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের সুফল ভোগ করবে, বিভিন্ন দেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শিত হবে এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির মধ্য দিয়ে একটি সুষম বিশ্ব প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাবে।
আরো>>
v চীনের জুতা-নগরে ইরাকি ব্যবসায়ী আমির v প্রথম চার অঞ্চলের তরুণ ফোরাম
v চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফরের প্রাক্কালে তাঁর সাক্ষাত্কার v চীনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে ঐক্যবদ্ধ চীনের চেতনা লালন করতে হবে: পিপলস ডেইলির ভাষ্যকারের মন্তব্য
v চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে : সি চিন পিং
আরো>>
 চীন জ্বালানী সম্পদের ব্যবহারের বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে, কিন্তু পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আরো অধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

জাতিসংঘের পরিবেশ দপ্তরের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরো>>
• কুয়াংচৌ শহরে বসবাসরত আরবদের জীবন
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে ব্যবসায়ে নিযুক্ত আরবদের সংখ্যা দিন দিন বাড়ছে। আরবি-শৈলী রেস্তোঁরা, মিষ্টির দোকান আর কফিখানার সংখ্যাও যথাক্রমে বৃদ্ধি পাচ্ছে। আরবরা প্রধানত কুয়াংচৌয়ের সিয়াওপেই রোডে থাকে। ফলে এখন স্থানীয় লোকেরা সিয়াওপেই রোডকে 'আরব সড়ক' বলে ডাকে।
• চীনের জুতা-নগরে ইরাকি ব্যবসায়ী আমির
উনত্রিশ বছর বয়সী ইরাকি ব্যবসায়ী আমির হুবেই আবু হামিদ এখন চীনের ফুচিয়ান প্রদেশের চিনচিয়াংয়ে তার জুতা কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। প্রতি বছর তিনি চীন ও ইরাকের মধ্যে দশ বারো বার যাতায়াত করেন। তিনি বলেন, "আমি চীনে তিন বছর ধরে আছি।
• প্রথম চার অঞ্চলের তরুণ ফোরাম
প্রথম চার অঞ্চলের তরুণ ফোরাম ১০ ও ১১ মে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের অভ্যন্তর, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের তরুণতরুণীরা পেইচিং বিশ্ববিদ্যালয়ে এসে চার অঞ্চলের সংকৃতি, শিক্ষা, অর্থনীতি ও সমাজ – এ চারটি বিষয় নিয়ে আলোচনা করেন। তরুণতরুণীরা মনে করেন, তাদের জন্য 'চীন স্বপ্ন' মানে সুষম ও পরস্পরকে সহায়তা দেওয়া একটি সমাজ।
• পেইচিংয়ের 'শি চি তুং ফাং' ক্রীড়া বিদ্যালয়: ছিয়ান হুংয়ের 'চীনা স্বপ্ন'
১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে মহিলাদের সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক জয় করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অবসর নেয়ার পর তিনি পর্যায়ক্রমে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে সাতারের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেন। পরে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় 'ছিয়ান হুং সাঁতার বিদ্যালয়' এবং জাতীয় সাঁতার কেন্দ্র 'ওয়াটার কিউব'-র 'ছিয়ান হুং সাঁতার ক্লাব'। দুটো প্রতিষ্ঠানই ব্যাপক জনপ্রিয়তা পায়।
আরো>>

গরমের ছুটিতে সানইয়ান শহরের ছোট দ্বীপে 'চলুন বেড়িয়ে আসি'

ইনারমঙ্গোলিয়ার হুলুনবে'র তৃণভূমি, বিশ্বের সবচেয়ে সুন্দর ও মনোরম স্থান

চেচিয়াং প্রদেশের ছ্যু চৌ জেলার পুরনো রাস্তা ও সুস্বাদু খাবার

চেচিয়াং প্রদেশের লিশুই: দক্ষিণ চীনের সুন্দর ও রহস্যময় শহর

ফুচিয়ান প্রদেশের উই পাহাড়ের চা বাগানের জীবন
আরো>>
• মন্তব্য
আরো>>
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040