চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে : সি চিন পিং
2013-03-19 19:06:59 cri
মার্চ ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং বলেছেন, "চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি মঙ্গলবার পেইচিংয়ের মহা গণভবনে আয়েজিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন। রাশিয়া, তাঞ্জানিয়া, দক্ষিণ আফ্রিকা ও গণতান্ত্রিক কঙ্গো সফরের প্রাক্কালে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
চীন ও রাশিয়ার সম্পর্ক সম্বন্ধে চীনের প্রেসিডেন্ট বলেন, "দুই দেশ গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং দু'দেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী-সম্পর্ক রয়েছে। এবারের সফর চীন-রুশ সম্পর্কের প্রতি উচ্চপর্যায়ের গুরুত্ব দেয়ার পরিচায়ক।"
এদিকে, চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জোর দিয়ে বলেন, "চীন ও দক্ষিণ আফ্রিকা উন্নয়নশীল দেশ এবং দু'দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। চীনের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ সমস্যায় দক্ষিণ আফ্রিকার আন্তরিক সাহায্য ও দৃঢ় সমর্থনের জন্য চীন ধন্যবাদ জানায়। চীন বরাবরই আফ্রিকার শান্তিপূর্ণ স্থিতিশীলতা, সমৃদ্ধ উন্নয়ন, যৌথ আত্মবিকাশ ও আন্তর্জাতিক ব্যাপারে এর সম্মানজনক অংশগ্রহণের সমর্থক।"(সুবর্ণা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক