Web bengali.cri.cn   
আট মাসে বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার রেমিটেন্স
  2013-03-12 10:31:40  cri

মার্চ ১২: চলতি অর্থবছরের প্রথম আট মাসে অর্থাত্ জুলাই-মার্চ সময়ে প্রবাসী বাংলাদেশিরা ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন দেশে।

সোমবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত ১ জুলাই থেকে ৮ মার্চ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ১০.১৬ বিলিয়ন ডলার। এর মধ্যে মাস-ভিত্তিক সর্বোচ্চ ১.৪৫৩৭ বিলিয়ন রেমিটেন্স আসে অক্টোবরে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিটেন্স প্রবাহের ফলে বৈদেশিক মুদ্রার মজুদ গত ৫ মার্চ প্রথমবারের মতো ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যা দিয়েও পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১২ পঞ্জিকা বছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ১৪.২০ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। (এসআর)

মন্তব্য
লিঙ্ক