Web bengali.cri.cn   
অভ্যন্তরীণ পরিস্থিতি জানিয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠাবে বাংলাদেশ সরকার (ছবি)
  2013-03-12 10:06:44  cri

দীপু মনি

মার্চ ১২: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং দেশের পরিস্থিতি জানিয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠাবে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, কয়েকটি মামলায় ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশে সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তাই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দেশে চিঠি পাঠানো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে সরকারের পক্ষ থেকে আগেও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট ক্ষমতায় আসার পর ২০১০ সালে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার।

এ লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে-ইসলামীর সাবেক ও বর্তমান তিন নেতার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এবং দলটির আরও তিন নেতা এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগের শুনানী চলছে।

আঠাশ ফেব্রুয়ারি ঘোষিত ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ে জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৭০ ব্যক্তি মারা গেছে।

সরকারের অভিযোগ, শীর্ষ নেতাদের বিচার ঠেকাতে জামায়াত কর্মীরা দেশব্যাপী সহিংসতা চালিয়ে আসছে। (এসআর)

মন্তব্য
লিঙ্ক