Web bengali.cri.cn   
বাংলাদেশে ব্যাংক খোলা থাকছে শনিবার
  2013-03-08 11:04:23  cri

মার্চ ৮: ব্যবসায়ী সম্প্রদায়ের অনুরোধের প্রেক্ষিতে আগামী শনিবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে তা সব তফসিলি ব্যাংকের কাছে পাঠিয়েছে। ব্যবসায়ীদের বিশেষ করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই'র অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বিরোধী দল সম্প্রতি একটার পর একটা হরতাল ডাকায় ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে আসছিল ব্যবসায়ী সম্প্রদায়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানীমুখী শ্রমঘন পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সুবিধার জন্য ৯ মার্চ ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দর, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল, সোনামসজিদ, হিলি ও কমলাপুরের আইসিডি এলাকায় অবস্থিত ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেনসংশ্লিস্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারি সব শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা রাখার আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাধারণ সময় বাংলাদেশের ব্যাংকগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকে।  (এসআর)

মন্তব্য
লিঙ্ক