
বাঙালির ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

2013-03-07 18:58:59 cri
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালর এদিনে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই পথ বেয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি লাভ করে কাঙ্খিত স্বাধীনতা।
ঐতিহাসিক এ দিনটি পালন উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে নির্বাচনসহ যে কোনো বিষয়ে যোকোনো সময় আলোচনায় রাজি সরকার।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
