

দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার হরতাল পালন করে বিএনপি-জামাত। সকাল থেকে সংখ্যায় কম হলেও রাজধানীতে চলাচল করেছে রিক্সা, সিএনজি, বাসসহ বিভিন্ন যানবাহন।
এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির চার নারী এমপিকে আটক করে পুলিশ। দেশের বিভিন্নস্থানেও হয়েছে বিক্ষিপ্ত সংঘর্ষ। চাপাইনবাবগঞ্জে হরতাল সমর্থক ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে একজন। চট্গ্রামের সীতাকুণ্ডে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন। নরসিংদীতে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে আগুন দেয় হরতাল সমর্থকরা। বিভিন্নস্থানে আহত হয়েছে অর্ধশতাধিক, আটক করা হয়েছে অর্ধশতাধিককে।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ নৈরাজ্য করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।




