Web bengali.cri.cn   
ঢাকায় আরেক ব্লগারের ওপর হামলা
  2013-03-08 09:55:50  cri

মার্চ ৮: বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার আরেকজন ব্লগার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর পূরবী প্রেক্ষাগৃহের কাছে সানিউর রহমানের ওপর হামলা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে পুলিশ।

দুর্বৃত্তদের হামলায় রাজধানীতে আহমেদ রাজীব হায়দার নামের আরেকজন ব্লগার নিহত হওয়ার ২০ দিনের মধ্যে এ ঘটনা ঘটলো।

পুলিশ জানায়, রূপনগর ইস্টার্ন হাউজিংয়ে নিজের বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সানিউরের মাথায় এবং পায়ে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্লগারদের একটি সংগঠন আন্দোলন গড়ে তোলায় যুদ্ধাপরাধীদের সমর্থকদের রোষের শিকার হয়েছেন অনেক ব্লগার। (এসআর)

মন্তব্য
লিঙ্ক