Web bengali.cri.cn   
২০০৫ - ১০ সাল ভারতের কর্মসংস্থানে সংকট কাল
  2013-03-07 14:45:19  cri

মার্চ ৭: ২০০৫ থেকে ২০১০ সাল ভারতের যুবকদের জন্য ছিল অতি সংকটজনক সময়। এ সময় ভারতে প্রায় ৫০ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। অর্থাত্ প্রতি বছর ১০ লাখ লোক কর্মচ্যুত হয়ে যায়। এ সময় কর্মসংস্থান বলতে ছিল কেবল উত্পাদন শিল্পের অপ্রযুক্তি আর অনানুষ্ঠানিক কিছু কাজ।

সম্প্রতি ভারতের পরিকল্পনা কমিটির এক রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতের ছোট ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ৫০ লাখ কর্মসংস্থান হ্রাস পায়। এর পাশাপাশি প্রায় ১ কোটি ৪০ লাখ লোক গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে স্থানান্তর করে। (ইয়ু / লিপন)

মন্তব্য
লিঙ্ক