
হরতাল বন্ধের দাবি বাংলদেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের

2013-03-06 19:11:11 cri
আইন করে হরতাল বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র নেতারা এ দাবি জানান।
তারা বলেন, অব্যাহত হরতাল ও সহিংসতায় ব্যবসাবাণিজ্য ও দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। হরতালের কারণে তারা নিয়মিত রপ্তানি করতে পারছেন না, যার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার জন্যও আ্হ্বান জানান ব্যবসায়ী নেতারা।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
