Web bengali.cri.cn   
বাংলাদেশের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি
  2013-03-06 19:10:28  cri

গত কয়েকদিন ধরে জামাত-শিবিরের সহিংসতার চিত্র তুলে ধরে মঙ্গলবার সংসদে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

৫০ মিনিটের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েকদিনের সহিংসতায় ৭ পুলিশ সদস্যসহ মারা গেছে ৬৭ জন। ক্ষয়ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার। এক হাজার ৫৭২ জনকে আটক করেছে পুলিশ, আর মামলা হয়েছে ২৩৫টি। জামাতশিবিরের এ সহিংসতার পিছনে বিএনপির হাত রয়েছে বলেও অভিযোগ আনেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক